
বিজয়কুমার দাসঃ
তৃণমূল প্রার্থী শতাব্দী রায় ২ এপ্রিল সাঁইথিয়ায় বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের সঙ্গে মিলিত হলেন কর্মীসভার মাধ্যমে। সকালে নন্দিকেশ্বরী মন্দিরে পুজো দিয়ে তিনি শহরের বেশ কয়েকটি সভায় বিভিন্ন ওয়ার্ডের কর্মী ও সমর্থকদের সঙ্গে মিলিত হলেন। উল্লেখ করা যেতে পারে, শতাব্দী রায় চতুর্থবারের জন্য নির্বাচনে লড়ছেন বীরভূম লোকসভা কেন্দ্রে। তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, সারা বছর ধরে প্রতিটি পরিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে উপকৃত হচ্ছেন। তাই অন্যান্যবারের মত এবারের নির্বাচনেও তৃণমূলের পাশে থাকুন। এদিন শতাব্দী রায়ের সঙ্গে ছিলেন বিধায়ক নীলাবতী সাহা, বিধায়ক অভিজিৎ সিংহ, সাঁইথিয়া পুরসভার পুরপিতা বিপ্লব দত্ত, জেলা তৃণমূল নেতা দেবাশিস সাহা প্রমুখ। প্রতিটি সভাতেই মানুষের ভিড় ছিল উল্লেখযোগ্য।