সেখ রিয়াজুদ্দিনঃ
লোকসভা ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা তত বৃদ্ধি পাচ্ছে। জেলা পুলিশ প্রশাসনের তৎপরতায় দুস্কৃতিকারীরা আটকও হচ্ছে। অনুরূপ মঙ্গলবার রাতে মাড়গ্রাম থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান শুরু করতেই আগ্নেয়াস্ত্র সহ এক দুস্কৃতিকারী পুলিশের জালে আটকে পড়ে। পুলিশ সূত্রে জানা যায়, রামপুরহাট এলাকার বিষ্ণুপুর পাকা রাস্তা লাগোয়া বসোয়া বাবলাবুনির কাছ থেকে দুস্কৃতিকারীকে আটক করে। ধৃতের পরিচয়ে পুলিশ জানতে পারেন যে, সে বিষ্ণুপুর হাইস্কুল পাড়ার বাসিন্দা, নাম নবীরুল খান। মাড়গ্রাম থানার পুলিশ ধৃতের কাছ থেকে এক রাউন্ড গুলি সহ একটি দেশি এক নলা পিস্তল বাজেয়াপ্ত করে এবং ধৃতকে থানায় নিয়ে আসে। বুধবার মাড়গ্রাম থানা পুলিশের পক্ষ থেকে ধৃতকে রামপুরহাট আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বলে জানা যায়।
অন্যদিকে এদিন বোনহাট পঞ্চায়েতের হাজরাকলা মোড়ে বোমা উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বিবরণে প্রকাশ, মঙ্গলবার রাতে রামপুরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় মজুদকৃত বোমার। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জায়গাটি ঘিরে ফেলে। ঘটনাস্থল রামপুরহাট থানার বোনহাট অঞ্চলের হাজরাকলা মোড়। সেখানে তিনটি বালতির মধ্যে ৩২ টি বোমা মজুদ ছিল বলে সূত্রের খবর। বোমা গুলি উদ্ধারের পাশাপাশি কে বা কারা এবং কি উদ্দেশ্যে বোমা গুলি মজুদ করা হয়েছিল তা খতিয়ে দেখছেন রামপুরহাট থানার পুলিশ।