শম্ভুনাথ সেনঃ
দিন দিন তাপমাত্রা বাড়ছে। প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে মানুষের সঙ্গে পশু-পাখি, গাছ-পালা নিস্তেজ হয়ে পড়ছে। অভাব বেড়েছে পানীয় জলের। পাখি, কাঠবেড়ালি, মৌমাছি, কীটপতঙ্গ এমন সব প্রাণীকুলকে জলের যোগান দিয়ে বাঁচিয়ে রাখতে একটি নয়া ভাবনা নিয়েছে নপাড়া মহিলা কল্যাণ সমিতি।
বীরভূমের ময়ূরেশ্বর দু’নম্বর ব্লকের উলকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গাছপালার ডালে ডালে শুরু হয়েছে জলের পাত্র ঝোলানোর কাজ। আর এই কাজে হাত লাগিয়েছে ছোট ছোট স্কুল পড়ুয়ারা। ইতমধ্যে নপাড়া, রামবাটি, মহাদ্বীপা এই তিনটি গ্রামে বিভিন্ন এলাকায় সম্পূর্ণ হয়েছে এই মহতী ভাবনা। স্কুল ছুটি থাকায় বেশ কিছু ছাত্র এমন সামাজিক কাজে এগিয়ে এসেছে। দিনের পর দিন তাপমাত্রা বেড়েই চলেছে। পাখি, কাঠবেড়ালি কীটপতঙ্গ, মৌমাছিরা ভুগছে জল সংকটে। তাই এই কাজে এগিয়ে এসেছে নপাড়া মহিলা কল্যাণ সমিতির সদস্যরা। প্রত্যেক বাড়িতে যেকোন পাত্রে পানীয় জল রেখে দেওয়ার পরামর্শ দেন সমিতির পরিচালক চন্দন ব্যানার্জি। কথা বলেন গ্রামের মানুষের সাথে। অভিজিৎ, দেবু, নানু, সুমিত এলাকার এইসব পড়ুয়ার এই মহতী কাজে যোগদান করতে পেরে খুব খুশি বলে তারা অভিমত ব্যক্ত করেন। সমিতির সভাপতি পম্পা ভদ্র জানিয়েছেন, তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে পক্ষীকূলের পানীয় জল সংগ্রহ করতে ভীষণ কষ্ট হচ্ছে। তাই আমাদের এই প্রচেষ্টা। এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান নপাড়া গ্রামের শিক্ষক সুকুমার গঁড়াই। আরো মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।