দীপককুমার দাসঃ
প্রকৃতি আজ বিপন্ন,দূষণে জর্জরিত বসুন্ধরা।নগরায়ণের ফলে কমেছে সবুজের সমারোহ। খরা, বন্যা, মহামারিতে বিধ্বস্ত ধরিত্রী। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য বাড়ছে পৃথিবীর উষ্ণতা। তাই বিপন্ন পৃথিবীতে মানুষের মধ্যে প্রকৃতিকে বাঁচানোর জন্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ১৯৭০সাল থেকে সারা বিশ্বে পালিত হয়ে আসছে ওয়ার্ল্ড আর্থ ডে বা বসুন্ধরা দিবস। আজ সোমবার সিউড়ির মৌমাছি কালিমন্দির প্রাঙ্গণে সংস্কার ভারতীর বীরভূম শাখার উদ্যোগে বসুন্ধরা দিবস পালিত হয়। ভূ-অলংকরণ, বৃক্ষরোপণ, জল সিঞ্চন, গাছ আদান প্রদান করা হয়। এছাড়া প্রকৃতি বাঁচানোর আবেদন জানিয়ে ছয়টি নৃত্যদল নৃত্য পরিবেশন করে।
এদিন এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক সন্দীপন রায়, নাট্যকার ডঃ সুব্রত নাগ, সমাজসেবী বিশ্বনাথ দে, গার্ডেনিং অ্যান্ড মোর (বীরভূম)গাছপ্রেমী সংগঠনের এডমিন কেয়া দেবনাথ। সংস্কার ভারতীর বীরভূম শাখার সম্পাদক সুদীপ কুমার চট্টোপাধ্যায় বলেন, প্রকৃতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যেই এই বসুন্ধরা দিবস পালন করা হলো। ভূ অলংকরণ, বৃক্ষ রোপন, জল সিঞ্চন, গাছ আদান প্রদানের পাশাপাশি বিভিন্ন নৃত্যদলের পরিবেশ সচেতনতা বিষয়ক নৃত্যানুষ্ঠান পরিবেশিত হলো। এছাড়া ও গাছ প্রেমী সংগঠন গার্ডেনিং অ্যান্ড মোর বীরভূম এর সহযোগিতায় গাছের চারা তুলে দেওয়া হলো উপস্থিত জনগণের মধ্যে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলে সুজলা সুফলা বসুন্ধরাকে বাঁচানোর শপথ নেন।