
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের প্রাচীনতম হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে ৩০ এপ্রিল ইংরাজি বিভাগের আয়োজনে একদিনের আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের বিষয়বস্তু ছিল: “Exploring New Frontiers: Cross-Disciplinary Currents in Humanities Research” অর্থাৎ এক নতুন সীমানার অন্বেষণ: মানবিকবিদ্যার গবেষণায় আন্তঃবিভাগীয় স্রোত”। আলোচনাচক্রে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুই গবেষক অমৃতা দাশগুপ্ত, যিনি বর্তমানে স্কুল অফ ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজে জেন্ডারড এনভায়রনমেন্টাল হিস্ট্রি নিয়ে গবেষণারতা এবং লণ্ডন স্কুল অফ ইকোনমিইক্সের অতিথি শিক্ষিকা। অন্যজন ছিলেন শুভেন্দু ঘটক, যিনি বর্তমানে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল হিউম্যানিটিজ নিয়ে গবেষণারত, যার আর্কাইভাল রিসার্চ আমেরিকান ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান স্টাডিস এবং সেন্টার ফর দ্যা হিউম্যানিটিজ এন্ড দা পাবলিক স্ফিয়ার। দুজনে যথাক্রমে জেন্ডার স্টাডিজ এবং মেডিকেল হিউম্যানিটিজ নিয়ে তাদের মূল্যবান বক্তব্য রাখেন।

উল্লেখ্য, এই আন্তর্জাতিক আলোচনাচক্রের মূল লক্ষ্য ছিল, আমাদের চারপাশের সমাজ-জীবনের বিভিন্ন সমস্যা যেমন জলবায়ু পরিবর্তন, লিঙ্গবৈষম্য, স্বাস্থ্য ব্যবস্থা ইত্যাদি বিষয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে যেন গবেষণাবোধ তৈরি হয়। তবে এই আন্তর্জাতিক আলোচনা কেবলমাত্র ইংরাজি বিভাগ নয়, অনুষ্ঠানে কলেজের সমস্ত বিভাগের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা-কর্মীবৃন্দ সকলেই অংশগ্রহণ করেন। কলেজের অধ্যক্ষ ড. গৌতম চট্টোপাধ্যায় বলেন, “এই ধরনের আন্তর্জাতিক সেমিনার কলেজে জ্ঞানচর্চার পরিবেশকে সবসময়ই সমৃদ্ধ করে। ছাত্র-ছাত্রীরা গবেষণার জগতে কি নতুন বিষয়ে কাজ হচ্ছে সেই ব্যাপারে জানতে পারে”। সেমিনারের কো-অর্ডিনেটর এবং ইংরাজি বিভাগের প্রধান মহানন্দ বর্মণ জানিয়েছেন “রিসোর্স পারসনদের বক্তব্য ছাত্র-ছাত্রীদের আগামী দিনে খুবই কাজে লাগবে।” সেমিনারের কনভেনার তথা ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক অরিন্দম ঘোষ ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান আরো বেশি করে আয়োজন করা হবে বলে অভিমত ব্যক্ত করেন।
