বীরভূমের দুবরাজপুরে INTTUC এর উদ্যোগে “মে দিবস” উদযাপন

শম্ভুনাথ সেনঃ

আজ পয়লা মে। ঐতিহাসিক মে দিবস। ১৮৮৬ সালের এমন এক পয়লা মে আমেরিকার শিকাগো শহরে ৮ ঘণ্টা কাজ এবং শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নের দাবিতে পথে নেমেছিলেন শ্রমিকরা। সেই মিছিলে গুলি চালিয়েছিল পুলিশ। বেশ কয়েকজন শ্রমিক শহীদ হয়েছিলেন। তখন থেকেই এই দিনটি শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখ হিসাবে চিহ্নিত হয়। বিশ্বের প্রায় প্রতিটি দেশে পালিত হয় মে দিবস। মিছিল, সভা, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় দিনটি। উল্লেখ্য, ভারতে প্রথম ১৯২৩ সালের ১ মে থেকে দিনটি পালন করা হয়ে থাকে। সারা দেশের সাথে বীরভূম জেলার বিভিন্ন স্থানেও আজ উদযাপিত হয় মে দিবস। প্রতিবারের মতো এবারও দুবরাজপুর INTTUC এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আজ পালিত হয় দিনটি। দুবরাজপুর পাওয়ার হাউস মোড়ে এদিন দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শ্রমিক আন্দোলনকে আরো শক্তিশালী করার শপথ নেওয়া হয়। শহীদ শ্রমিকদের উদ্দেশ্য ১ মিঃ নিরবতা পালন করা হয়। উল্লেখ্য, একদা আট ঘণ্টা কাজের দাবিতে সোচ্চার হয়ে ওঠে আন্দোলনরত শ্রমিকরা। সেদিনের সেই আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করেছিল। পরবর্তীতে তীব্র শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে যে সমস্ত অধিকারগুলি আদায় করেছিল, তা আরও জোরদার করার শপথ গ্রহণ করার মধ্য দিয়ে দলীয় কর্মীরা আজ মে দিবস পালন করেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। এদিন একটি শোভাযাত্রা দুবরাজপুর পুরশহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সহ সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর পুরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ পুরপ্রধান মির্জা সৌকত আলি, তৃণমূলের শহর সভাপতি স্বরূপ আচার্য সহ বিড়ি শ্রমিক, রাজমিস্ত্রি, বিভিন্ন মিলের সংগঠনের শ্রমজীবী মেহনতি মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *