
শম্ভুনাথ সেনঃ
লোকসভা নির্বাচন আগামী ১৩ মে। এখন জোর কদমে জমে উঠেছে রাজনৈতিক প্রচার। বীরভূমের ইলামবাজারে আজ ৮ মে বোলপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শ্যামলী প্রধানের সমর্থনে জনসভা করেন দলের রাজ্য নেতৃত্ব মীনাক্ষী মুখার্জী। শাসকদলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন এই নির্বাচনী জনসভায়। এদিন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একটি পদযাত্রা গোটা ইলামবাজার পরিক্রমা করে। বহু মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্যামলী প্রধান কে জয়যুক্ত করার স্লোগান ওঠে। এই সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম এর মীনাক্ষী মুখার্জী। উপস্থিত ছিলেন প্রার্থী শ্যামলী প্রধান সহ দলীয় নেতৃত্ব। এই সভায় কেন্দ্র ও রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সব রকমের দুর্নীতির কথা তুলে ধরেন বক্তারা। আগামী ১৩ মে বোলপুর কেন্দ্রে সিপিআইএম প্রার্থী শ্যামলী প্রধান এবং বীরভূম লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী কংগ্রেসের মিল্টন রশিদকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানানো হয়।