
শম্ভুনাথ সেনঃ
হাতে মাত্র দিন চার দিন বাকী। বীরভূমে লোকসভা নির্বাচন আগামী ১৩ মে । ভোটারদের মন ছুঁতে মরিয়া এখন সব দল। বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে আজ রোড শো তে অংশ নেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। বীরভূমের সিউড়ি বিধানসভার সদর সিউড়ির বেণীমাধব মোড় থেকে ১-এর পল্লী হয়ে বড়বাগান পর্যন্তও রোড শো করেন তৃণমূলের রাজনৈতিক নেতৃত্ব অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী (দেব)। সঙ্গে ছিলেন প্রার্থী শতাব্দী রায়। অভিনেতাকে মুখোমুখি দেখার জন্য সাধারণ মানুষের ঢল নামে সিউড়ির রাস্তায়। শহরের প্রায় কয়েক হাজার মানুষ ভিড় জমে এদিন। তৃণমূলের কর্মী সমর্থক ছাড়াও পুরুষ মহিলা সব বয়সী সাধারণ মানুষ উপস্থিত হন অভিনেতাকে দেখার জন্য।
ছবি ও ভিডিও- মোহাম্মদ আমিন নাশীদ, সিউড়ি, বীরভূম