
শম্ভুনাথ সেনঃ
উৎসাহ উদ্দীপনায় বীরভূমের মুরারই উৎসব সমিতির উদ্যোগে মুরারই ১নং ব্লকের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মদিন উপলক্ষে ‘রবি স্মরণ’ অনুষ্ঠান। মুরারই শহর জুড়ে শোভাযাত্রা, কবিগুরুর আবক্ষ মূর্তি ও প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন মুরারই এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বীরেন্দ্র অধিকারী, অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা শিক্ষক অনির্বাণজ্যোতি সিনহা সহ এলাকার রবীন্দ্র অনুরাগী মানুষজন। কচিকাঁচারা বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নেয়। সন্ধ্যায় স্থানীয় ও বহিরাগত শিল্পীদের নিয়ে উপস্থাপিত হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্যনাট্য, আবৃত্তি, আলোচনা সহ ‘সুরবাগিচা’-র বিভিন্ন শিল্পীর কন্ঠে ভিন্নস্বাদের সংগীত পরিবেশন অনুষ্ঠানের আলাদা মাত্রা এনে দেয়।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম