
সেখ রিয়াজুদ্দিনঃ
বিলকিস বানু ধর্ষণ মামলায় গুজরাটের ডাবল ইঞ্জিন সরকার যখন অভিযুক্তদের ছাড় দেয়, তখন নরেন্দ্র মোদির চোখে জল আসে না। বুধবার খয়রাশোলের বড়রা ডাঙ্গালপাড়ায় তৃণমূলের একটি প্রকাশ্য জনসভায় এরকমই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বীরভূমের খয়রাশোলের বড়রা গ্রামে বীরভূমের ৪২ নম্বর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে বুধবার একটি প্রকাশ্য জনসভা করেন ফিরহাদ হাকিম। সেই সভায় কেন্দ্র সরকারের তীব্র সমালোচনায় মুখর হন ফিরহাদ। মোদির প্রসঙ্গ টেনে এনে বলেন সন্দেশখালীর ঘটনায় মোদি লোক দেখানো চোখের জল ফেলছেন। যেখানে সন্দেশখালিতে বিজেপির লোকরাই সেখানকার মা-বোনেদের ইজ্জত নষ্ট করে নিজেরা নাটক করে মিথ্যা প্রচার করছে। সেই ঘটনায় মোদি লোক দেখানো চোখের জল ফেলে বলছেন সন্দেশখালীর মা-বোনেদের জন্য তার চোখে জল এসে যাচ্ছে। অথচ বিলকিস বানু ধর্ষণ মামলায় যখন তাঁর গুজরাটের ডাবল ইঞ্জিন সরকার অভিযুক্তদের ছাড় দিয়েছিল তখন মোদির অন্তর কাঁদেনি। যখন হাথরাসে আদিবাসী মহিলাকে খুন করে জ্বালিয়ে দেওয়া হয়েছিল তখন তার চোখে জল আসেনি। যখন মনিপুরে মহিলাদের ধর্ষণ করে উলঙ্গ করে রাস্তায় ঘোরানো হয় তখন আপনার চোখে জল আসে না। আর এখন সন্দেশখালীর জন্য কুমিরের কান্না করছেন মোদী।
বিজেপি শুধু হিন্দু মুসলমান করে করে বিভাজনের রাজনীতি করে পুরো দেশটাকে নরকে পরিণত করে দিয়েছে।
রাজস্থানের জনসভায় মোদির বক্তব্যের প্রসঙ্গ তুলে ফিরহাদ বলেন মোদী বলেছেন আইএনডিআইএ (ইন্ডিয়া) দেশে সরকার গঠন করলে হিন্দুদের কাছ থেকে সম্পত্তি নিয়ে মুসলমানদের দিয়ে দেবে। প্রধানমন্ত্রী এই ধরনের নোংরা রাজনীতি করছেন বলে কটাক্ষ ফিরহাদ হাকিমের।
কেন্দ্রকে বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি এই কেন্দ্রে জোট প্রার্থী মিল্টন রশিদকেও তিনি আক্রমণ করেন। তিনি বলেন এরা হল ভোট কাটুয়া। এরা ভোট কাটলে বিজেপিরই জিততে সুবিধা হবে, বলে মন্তব্য করলেন ফিরহাদ।
মমতা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গুলির কথা তুলে ধরার পাশাপাশি এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে ভোট দেওয়ার তিনি আবেদন জানান। ফিরহাদ বলেন শতাব্দীকে ভোট দেওয়ার মানেই মমতা ব্যানার্জির হাত শক্ত করা।এদিনের সভায় মন্ত্রী ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, লাভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিজিৎ সিংহ, জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক দেবব্রত সাহা, খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির যুগ্ম আহ্বায়ক মৃণালকান্তি ঘোষ ও শ্যামল গায়েন এবং ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য কাঞ্চন দে ও উজ্জ্বল হক কাদেরী প্রমুখ নেতৃত্ব।
