শম্ভুনাথ সেনঃ
বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে ভারতের আসাম রাজ্যের বরাক উপত্যকার শিলচর রেলস্টেশনে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১১ জন ভাষা সৈনিক। দিনটি ছিল ১৯৬১ সালের ১৯ শে মে। ওই দিনটিতে কাছাড় জেলার শিলচর রেলস্টেশনে জড় হয়েছিল হাজারো মানুষ। শুরু করেছিল সত্যাগ্রহ আন্দোলন। দাবি ছিল রাজ্যের দ্বিতীয় ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া। এই দিনটির স্মরণে এবারও পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের উদ্যোগে ১৯ মে বীরভূমের সিউড়ী শরদীশ রায় স্মৃতি সেবাসদনের সভাকক্ষে একটি শহীদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কথায়, কবিতায়, সংগীতে, স্বরচিত কবিতা পাঠে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সদস্যরা। অনুষ্ঠানে অন্যতম যুগ্ম সম্পাদক তড়িৎ কুমার ভাদুড়ী দিনটির তাৎপর্য ইতিহাস তুলে ধরেন। সংগীতের মধ্য দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন অনুপম চক্রবর্তী, অঞ্জন চ্যাটার্জী, রেবা চক্রবর্তী ও সুপ্রিয়া ঘোষাল। আবৃত্তি পরিবেশন করেন সন্দীপন চক্রবর্তী, সুশান্ত রাহা প্রমুখ। প্রাসঙ্গিক স্বরচিত কবিতা পাঠে অংশ নেন কবি সন্দীপন রায়, নিতাই প্রসাদ ঘোষ, চন্দন চট্টোপাধ্যায়, পরেশ দে চৌধুরী। সমগ্ৰ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সন্দীপ সরকার। উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন অন্যতম যুগ্ম সম্পাদক সাজাদ আলী খান।