বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হলেন অধ্যাপক অরবিন্দ মন্ডল

শম্ভুনাথ সেনঃ

শেষ পর্যন্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হলেন বিশ্বভারতীর পল্লী সংগঠন বিভাগের অধ্যক্ষ প্রফেসর অরবিন্দ মণ্ডল। তিনি বিশ্বভারতীর কর্মসমিতির বরিষ্ঠ সদস্য। উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসে স্থায়ী উপাচার্যের পদ থেকে অবসর নেন বিতর্কিত অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর মেয়াদ শেষ হওয়ার পর কর্মসমতির বরিষ্ঠ সদস্য হিসেবে ভারপ্রাপ্ত উপাচার্য পদে যোগদান করেন কলাভবনের অধ্যক্ষ অধ্যাপক সঞ্জয় কুমার মল্লিক। গত ২৫ মে কর্ম সমিতির সদস্যপদ শেষ হওয়ায় নতুন উপাচার্য কে হবেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের “অ্যাক্ট অ্যান্ড স্ট্যাটিউট” অনুযায়ী বর্তমানে কর্ম সমিতির প্রবীণতম সদস্য অরবিন্দবাবু সেই দায়িত্বভার পেলেন। দায়িত্বভার গ্রহণ করার পর তিনি জানিয়েছেন, শান্তিনিকেতনের ওয়ার্ল্ড হেরিটেজের তকমা যাতে অক্ষুন্ন থাকে সে ব্যাপারে কেন্দ্র-রাজ্য দুই সরকারের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করাই হবে তাঁর মূল কাজ। কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা অক্ষুন্ন রাখার পাশাপাশি তিনি জানিয়েছেন বিশ্বভারতীর আধিকারিক অধ্যাপকদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ঐতিহ্য ধরে রাখার চেষ্টাও চালিয়ে যাবেন তিনি। উল্লেখ্য, ২৫ মে মেয়াদ শেষ হয়েছিল বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সঞ্জয় কুমার মল্লিকের। তারপরেই আজ ২৯ মে বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানান, বিশ্বভারতীর নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হলেন অধ্যাপক অরবিন্দ মণ্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *