শম্ভুনাথ সেনঃ
কৃষিনির্ভর বীরভূম। আর বীরভূমের কৃষি মূলত বৃষ্টি নির্ভর। জেলার সব এলাকায় সেচের জন্য ক্যানেল নেই। ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলী গ্রাম পঞ্চায়েত এলাকার ভুবনেশ্বর, সন্তোষপুর এবং ঘুড়িষা অঞ্চলের ক্ষুদ্রপুর কলোনি, নারায়ণপুর এই সমস্ত এলাকার চাষীরা দিন গুনছেন বৃষ্টির জন্য। তীব্র খরার কারণে মাঠের তিল, নানা ধরনের শাক সব্জি, বাদাম জল অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আলু চাষের পরেই ঐ জমিতে বাদাম চাষ চাষীদের কাছে এক অর্থকরী ফসল। বৃষ্টি না থাকায় বিদ্যুতের সাহায্যে সাবমারসিবলের জলে চাষ করায় খরচ হচ্ছে বেশি। এদিকে বিদ্যুতের বিল উর্ধ্বমুখী। তাই বেশিরভাগ কৃষকের চিন্তায় কপালে ভাঁজ। বাদাম ও সবজি চাষে তেমন লাভ হবে না বলেই দাবি করছেন কৃষকরা। অত্যধিক তাপ প্রবাহের কারণে বাদাম, পটল, ঢেঁরশ বিভিন্ন সবজির পুড়ে যাচ্ছে। ফলে ফলন কমছে। জৈষ্ঠ্য মাস অতিক্রান্ত। এখনো ধানের বীজ তেমন করে বপন করতে পারেনি চাষীরা। আকাশের দিকে চেয়ে দিন গুনছেন এলাকার কৃষিজীবীরা।