শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সিউড়ি সংলগ্ন অজয়পুর হাইস্কুলের শিক্ষার্থীদের নিয়ে আজ ১৫ জুন নরসিংহপুর আশ্রমে রাসবন ও পঞ্চবটী তলায় প্রকৃতি বীক্ষণে যায়। বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ৫২ জন ছাত্র-ছাত্রী এদিন প্রকৃতি পাঠে অংশ নেয়। গাইড শিক্ষক হিসেবে বিদ্যালয়ের দু’জন বিজ্ঞান শিক্ষক দীনবন্ধু বিশ্বাস ও প্রমথেশ সাহা উপস্থিত ছিলেন। সকল ছাত্র-ছাত্রী ও গাইড শিক্ষকদের স্বাগত জানান আশ্রম কর্তৃপক্ষ। ওনারা আশ্রমের বাগান, গাছপালা পশুপাখি ঘুরে দেখান ও বিভিন্ন গাছ চিনতে সাহায্য করেন। পরে পঞ্চবটী তলায় গিয়ে প্রকৃতি বীক্ষণ প্রকল্পের কাজ শুরু হয়। ২ শিক্ষকের সহযোগিতায় প্রকৃতি বীক্ষণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহ ছিল ব্যপক।
উল্লেখ্য, ৫ এর দশকে ঠাকুর সত্যানন্দদেবের এই সাধনক্ষেত্র ময়ূরাক্ষী নদী সংলগ্ন দ্বীপ এলাকায় নরসিংহপুরে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম গড়ে ওঠে। শ্রী ঠাকুরের সেই নির্জন সাধন ভজনের স্মৃতি ধরে রাখতে পঞ্চবটি তলায় নির্মিত হয়েছে বেদী। ঠাকুর সত্যানন্দ অনুরাগী সিউড়ির এক কর্মকার পরিবার তাদের নিজস্ব জায়গা স্বামী সত্যানন্দদেবের সাধন তীর্থকে উৎসর্গ করেন। তখন থেকেই ঠাকুর স্বয়ং এখানে রাস উৎসবের প্রতিষ্ঠা করেন। এই ক্ষেত্রটিকে “রাসবন” নামে চিহ্নিত করা হয়। এদিন ছাত্র-ছাত্রীরা প্রকৃতি পাঠ নিতে উৎসাহের সঙ্গে রাসবনের পঞ্চবটি তলা ঘুরে দেখে। নদী নানান গাছপালা পশু-পাখি প্রকৃতির সঙ্গে তাদের পরিচয় ঘটে।