All India Peace and Solidarity Organisation এর উদ্যোগে বীরভূমে সদর সিউড়িতে নাগাসাকি দিবস উদযাপন

শম্ভুনাথ সেনঃ

প্রতিবারের মতো এবারও ৯ আগষ্ট বীরভূমের সদর সিউড়িতে বারুদের গন্ধ মুক্ত সুন্দর পৃথিবীর জন্য পালিত হয় “নাগাসাকি দিবস”। সারাভারত শান্তি সংহতি সংস্থা, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, ভারতীয় গণনাট্য সংঘ, আওয়াজ, সাক্ষরতা প্রসার সমিতি, নিখিলবঙ্গ শিক্ষক‌ সমিতি ও প.ব.বিজ্ঞান মঞ্চের সদস্যদের যৌথ উদ্যোগে যুদ্ধবিরোধী শ্লোগানে পথসভা অনুষ্ঠিত হয়। নাগাসাকি দিবস উপলক্ষে ৯ আগষ্ট বর্ষণ উপেক্ষা করে পথ সভায় যুদ্ধের বিরুদ্ধে বক্তব্য রাখেন শিক্ষক আশিস গঁড়াই, বিকাশ রায় প্রমুখ। যুদ্ধবিরোধী সংগীত পরিবেশন করেন অনুপম চক্রবর্তী, প্রণব পাল, ক্ষমা চৌধুরীরা। আবৃত্তি পরিবেশন করেন শান্তনু ঘোষাল। পথসভার শেষে একটি মিছিল যুদ্ধবিরোধী শ্লোগান, পোষ্টার সহ বীরভূমের সদর সিউড়ি শহরের বাসস্ট্যান্ড পরিক্রমা করে। উল্লেখ্য, ১৯৪৫ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ লগ্ন। ৯ আগস্ট সেই ঐতিহাসিক “নাগাসাকি দিবস”। মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালের ৬ আগস্ট সকালে জাপানের হিরোশিমা শহরে এবং ৯ আগস্ট নাগাসাকি শহরে পরমাণু বোমা নিক্ষেপ করে সারা বিশ্বকে হতবাক করে দেয়। নিমেষের মধ্যে মৃত্যু হয় লক্ষাধিক মানুষের। এই চরম নিষ্ঠুরতা দেখে মুহূর্তের মধ্যে থমকে গিয়েছিল গোটা পৃথিবীর মানব জাতি। প্রতি বছর ওই ঘটনাকে স্মরণ করে বিশ্বব্যাপী পালিত হয় হিরোশিমা ও নাগাসাকি দিবস। হিরোশিমা-নাগাসাকি দিবস উপলক্ষে একটাই প্রত্যাশা– পৃথিবী থেকে সকল পরমাণু বোমা ধ্বংস করা হোক। নিশ্চিত হোক বারুদের গন্ধমুক্ত এই সুন্দর পৃথিবী। যেখানে নতুন প্রজন্মের জন্য থাকবে নিশ্চিত নিঃশ্বাস এবং সুন্দর ভাবে বেঁচে থাকার অধিকার।

ছবিঃ মোহাম্মদ আমিন নাশীদ, সিউড়ি: বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *