বীরভূমের দুবরাজপুর ব্লকের হালসোত গ্রামে দুর্গামন্দির প্রতিষ্ঠা কে কেন্দ্র করে সংহতির বার্তা, পালিত হলো “অরন্ধন দিবস”

শম্ভুনাথ সেনঃ

গ্রামের নবনির্মিত দুর্গামন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে মহামিলন উৎসব,এলাকায় গ্রামীণ সংহতির বার্তা। এই উৎসব কে কেন্দ্র করে সারা গ্রাম জুড়ে পালিত হল “অরন্ধন দিবস”। বীরভূমের দুবরাজপুর ব্লকের বালিজুরি গ্রাম পঞ্চায়েতের “হালসোত গ্রামের” নীচে পাড়ায় অন্তত সাড়ে তিনশ বছরের পুরোনো ব্যানার্জি পরিবারের দুর্গাপুজো, এখন সার্বজনীন রূপ পেয়েছে। ভক্তদের আর্থিক সহায়তায় মাটির মন্দির ভেঙে নির্মাণ হয়েছে কংক্রিটের মন্দির। সে কথায় নয়াপ্রজন্ম পত্রিকাকে জানিয়েছেন পূজা কমিটির সম্পাদক উজ্জ্বল ব্যানার্জি।আজ ১৪ আগস্ট এই মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে সকাল থেকে গ্রাম জুড়ে ছিল উৎসবের মেজাজ।

মা মেয়েদের কলসযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ধুপ দীপ, ফুল মালা আর নৈবেদ্য সাজিয়ে তন্ত্র ধারক কাঞ্চন মুখার্জির মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় হোম-যজ্ঞ, পূজা পাঠ। আচার্য দয়াময় রায় ও ভজন নায়কের পুর্ণাহুতির মধ্য দিয়ে মহাযজ্ঞ সমাপন হয়। পরে ভক্তদের মাথায় ছিটিয়ে দেওয়া হয় শান্তি বারি। গ্রামের সকল মানুষ এই আনন্দ যজ্ঞে মিলিত হয় মন্দির প্রাঙ্গণে। দুপুরে গ্রামের ধনী দরিদ্র নির্বিশেষে গ্রামের সকল মানুষ একসঙ্গে পঙতি ভোজনে খিঁচুড়ি মহাপ্রসাদ গ্রহণ করেন। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ভাগবত পাঠ। মহাপ্রসাদ বিতরণ কর্মযজ্ঞে সারাদিন ধরে সামিল হয় গ্রামের যুব সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *