শম্ভুনাথ সেনঃ
বীরভূমের শান্তিনিকেতন বিশ্বভারতীতে ভিন রাজ্যের আবাসিক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ১০ দিনের মাথায় কলকাতা থেকে দুজন সাইবার অপরাধীকে গ্রেপ্তার করে শান্তিনিকেতন থানার পুলিশ৷ ধৃতদের নাম মহম্মদ কাইফ ও মহম্মদ ফায়েজ৷ তাদের দুজনের বয়স ২৩ থেকে ২৫ এর মধ্যে। ধৃতদের ১৫ সেপ্টেম্বর বীরভূমের বোলপুর মহকুমা আদালতে তোলা বিচারক ১১ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত দুই যুবকের ব্যাঙ্ক একাউন্টের সঙ্গে একাধিক লেনদেন রয়েছে মৃত ছাত্রী অনামিকার৷
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর বিশ্বভারতীর আবাসিক ছাত্রী অনামিকা সিং এর অস্বাভাবিক মৃত্যু হয়৷ শিল্প সদনের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী ছিল অনামিকা। উত্তরপ্রদেশের বারাণসী থেকে পড়তে এসেছিল এই পড়ুয়া ছাত্রী। বিশ্বভারতীর আম্রপালি ছাত্রী নিবাসে থেকে সে পড়াশোনা করত৷ ছাত্রী নিবাসেই সে বিষ খেয়েছিল৷ পরে বোলপুর মহকুমা হাসপাতালে তাঁর মৃত্যু হয়৷ অনামিকার মৃত্যুতে উত্তাল হয়েছিল বিশ্বভারতী৷ এই ঘটনায় মৃত ছাত্রীর মা ও বাবা আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছিলেন থানায়৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে অনামিকার একাউন্ট থেকে একাধিক লেনদেন হয়েছে বিভিন্ন একাউন্টে৷ বেসরকারি অর্থলগ্নি সংস্থার এজেন্টদের চাপের কারনে তার আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। ছাত্রীর মোবাইলের সূত্র ধরে পুলিশ কলকাতার বেনিয়াপুকুর এলাকা থেকে ঐ দুই যুবককে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় জড়িত আছে আরো কয়েকজন। ধৃতদের ব্যাঙ্ক একাউন্টের সঙ্গে মৃত ছাত্রীর ব্যাঙ্ক একাউন্টে একাধিক লেনদেন পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।