কোপাই নদীর জলে জলমগ্ন বীরভূমের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা

শম্ভুনাথ সেনঃ

তিন দিনের অবিরাম বৃষ্টি। সেই জেরে কোপাই নদীর জলে জলমগ্ন বীরভূমের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা। মায়ের মন্দিরের ভিতরেও জল ঢুকেছে। সন্নিহিত শিব মন্দিরে সরিয়ে আনা হয়েছে মায়ের মূর্তি। ভক্ত পুন্যার্থীরা এখন পুজো দিচ্ছেন শিব মন্দিরে। পর্যটক দর্শনার্থীদের নিরাপত্তা দিতে মোতায়েন করা হয়েছে পুলিশি ব্যবস্থা।সতীপীঠ কঙ্কালীতলা ছাড়াও বিভিন্ন জায়গায় নদীর জল উপচে পড়েছে রাস্তায়। অতি বর্ষণ সেইসঙ্গে কুলতোড় বাঁধ থেকে জল ছাড়ার ফলে কঙ্কালীতলা জলমগ্ন হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। যেন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। প্লাবিত হয়েছে সংলগ্ন বেশ কয়েকটি গ্রাম। এলাকার পরিস্থিতি খুবই উদ্বেগ জনক। ময়ূরাক্ষী, কোপাই, কুয়ে, বক্রেশ্বর নদীর জলও বিপদসীমার উপর দিয়ে বইছে। তিলপাড়া ব্যারেজ থেকে ৭ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। গোয়ালপাড়ার ব্রিজ জলের তলায়। বিপদে পড়েছেন এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *