
শম্ভুনাথ সেনঃ
যানজটে জেরবার জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক, এমনকি শহরের কংক্রিট রাস্তা। বিশেষ করে অত্যধিক টোটোর দৌরাত্ম্যে থমকে যাচ্ছে অন্যান্য যানবাহনের গতি। গতকাল ২৭ নভেম্বর, বুধবার সন্ধ্যায় আচমকা বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে সদর সিউড়ি শহরের বাসস্ট্যান্ড সহ পার্শ্ববর্তী এলাকায় বিশাল অভিযান চালানো হয়। বিপুলসংখ্যক পুলিশ নিয়ে এই অভিযানে নেতৃত্ব দেন ডিএসপি ডিএনটি অয়ন সাধু। মূলত অবৈধভাবে পার্কিং থেকে শুরু করে যত্রতত্র টোটো চলাচল করা, পথ চলার নিয়ম-নীতি তোয়াক্কা না করে যত্রতত্র পার্কিং করা, দোকানপাটের অংশ অবৈধভাবে রাস্তায় টেনে এনে যানবাহনের গতিবিধি বন্ধ করা ইত্যাদির বিরুদ্ধে অভিযান চালানো হয়। এমন অভিযান কিছুটা হলেও পথচারীদের স্বস্তি দিয়েছে। সচেতন হয়েছে টোটো চালকরা। পুলিশের পক্ষ থেকে নিয়ম করে এমন অভিযান চালানো হোক বলে শহরবাসীর দাবি।
ছবি: মোহাম্মদ আমিন নাশীদ, সিউড়ি; বীরভূম।