
মেহের সেখঃ
সাহিত্য অকাদেমির উদ্যোগে ৬ ডিসেম্বর শুক্রবার নিউ দিল্লিতে সাহিত্য অকাদেমির রবীন্দ্র ভবন চত্বরে বইমেলা ‘পুস্তকায়ন’ এর তৃতীয় সংস্করণ উদ্বোধন করেন আমেরিকায় নিযুক্ত ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত এবং বিশিষ্ট লেখক নবতেজ সরনা। এই বইমেলা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এদিন উদ্বোধন পর্বে ভাষণ দিতে গিয়ে সাহিত্য অকাদেমির ভূয়সী প্রশংসা করে নবতেজ সরনা বলেন সাহিত্য অকাদেমি ভারতীয় সাহিত্যের প্রাণ। ২৪ ভারতীয় ভাষার বিবিধতাকে একসূত্রে গেঁথে রেখেছে সাহিত্য অকাদেমি। ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থ দপ্তরের পরামর্শদাতা রঞ্জনা চোপড়া পুস্তকায়নের তৃতীয় সংস্করণের প্রশংসা করে বলেন এর মাধ্যমে আমরা যেমন সাধারণ মানুষের বাহবা পেয়েছি। তেমনি এটির মধ্যে দিয়ে আমরা অনেক অল্প বয়সী যুবক যুবতীকে বইমুখী করতে পেরেছি।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সংযুক্ত সচিব উমা নন্দুরী সাহিত্য অকাদেমির দ্বারা আয়োজিত বইমেলার লাগাতার উন্নতির কথা বলতে গিয়ে বলেন এর মধ্যে দিয়ে রাজধানীতে একটা নতুন পুস্তক সংস্কৃতির জন্ম হচ্ছে । তিনি বাচ্চাদের সোস্যাল মিডিয়ায় অযথা বেশি সময় নষ্ট না করে বইমুখী হতে পরামর্শ দেন । অধ্যক্ষের ভাষণে বক্তব্য রাখতে গিয়ে মাধব কৌশিক বলেন সাহিত্য অকাদেমির এই পুস্তকায়নের মধ্যে দিয়ে লেখক, পাঠক, প্রকাশক ও আলোচক এই চারকে এক মঞ্চ দেওয়া হয়েছে। যা অন্য কোনো বইমেলায় দেখা যায় না। সমাপ্তি ভাষণে সাহিত্য অকাদেমির উপাধ্যক্ষ কুমুদ শর্মা বলেন আজ রবীন্দ্র ভবন পরিসরে এই বইমেলায় জ্ঞানের বাতাবরণ তৈরি হয়েছে। কার্যক্রমের শুরুতেই সাহিত্য অকাদেমির সচিব ড. কে . শ্রীনিবাস রাও অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান । স্বাগত ভাষণে ড. কে . শ্রীনিবাস রাও বলেন বই আমাদের জ্ঞানের সীমা বাড়িয়ে দেয় এবং আমাদের অনুভব শক্তিতে নতুন মাত্রা যুক্ত করে । এদিন সাহিত্য অকাদেমির দ্বারা আয়োজিত অন্য একটি কার্যক্রমে বহুভাষী পাঠ সত্রের অধ্যক্ষতা করেন পারমিতা সতপথী। এই কার্যক্রমে মুকুল কুমার (ইংরেজি ), আশুতোষ গর্গ (হিন্দী) এবং খুর্শীদ আলম (উর্দু) ভাষায় নিজ নিজ গল্প পাঠে অংশ গ্রহণ করেন। সাহিত্য অকাদেমির সম্পাদক অনুপম তিওয়ারি এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
