
শম্ভুনাথ সেনঃ
বাংলায় বারো মাসে তেরো পার্বণ। আর সেই পার্বণে “নবান্ন”একটি লৌকিক উৎসব। কৃষি নির্ভর বীরভূমে অগ্রহায়ণ মাসে নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের পরমান্ন গ্রহণ উপলক্ষে সারা মাস জুড়েই থাকে উৎসবের মেজাজ। নবান্ন উপলক্ষে বীরভূমের সিউড়ি এক নম্বর ব্লকের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের চাঙ্গুড়িয়া গ্রামে আজ ৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ৩ দিনের “মা অন্নপূর্ণা পূজা”। উৎসবকে ঘিরে আতপ চালের গুঁড়ো জলে গোলা আলপনায় সেজে উঠেছে ঘরের উঠোন। আঁকা হয়েছে মা লক্ষ্মীর পদচিহ্ন। নতুন ধানের আতব,চিড়ে, গুড়, দুধ,কলা,আদা,মুলো দিয়ে নৈবেদ্য সাজানো হয়েছে মা অন্নপূর্ণার উদ্দেশ্যে। সারাদিন ধরে এই গ্রামে আজ উৎসবের মেজাজ। এদিন সন্ধ্যায় গ্রামের শিশু শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয় নাচ,গান,আবৃত্তি এমন সাংস্কৃতিক অনুষ্ঠান। সফল প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এ কথা জানিয়েছেন গ্রামেরই এক সাংস্কৃতিক কর্মী শিক্ষক শ্রীকান্ত ঘোষ। উল্লেখ্য, গ্রামে অনুষ্ঠিত এই অন্নপূর্ণা পুজো অন্তত ১৫০ বছরের পুরোনো। এ কথা জানিয়েছেন গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঘোষ।
