
শম্ভুনাথ সেনঃ
পেট্রোলিং ডিউটি চলাকালীন এক রেলওয়ে কর্মীর ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়। সঙ্গে ছিলেন আরেকজন রেল কর্মী (পেট্রোলিং স্টাফ) বিশ্বরূপ ঘোষ। রেল লাইনের মাঝে ঐ রেলকর্মীর ক্ষতবিক্ষত দেহ পড়েছিল। ঘটনাটি ঘটেছে আজ ১৬ ডিসেম্বর সকাল ৬ টা নাগাদ বীরভূমের চাতরা-মুরারই রেলস্টেশনের মাঝামাঝি ডুরিয়া এলাকায়। জানা গেছে ওই রেল কর্মীর নাম বিকর্মা কুর্মী। বাড়ি উত্তরপ্রদেশের বালিয়া থানার লছমন চাপড়া গ্রামে। ঘটনার খবর পেয়ে রেল পুলিশ সহ রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম