
শম্ভুনাথ সেনঃ
জীবনের জন্য জীবিকার প্রয়োজন। পড়ুয়াদের জীবিকার দিশা দিতে বীরভূমের সিউড়ি বিদ্যাসাগর কলেজে পড়ুয়াদের নিয়ে ৫ ফেব্রুয়ারি একদিনের এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। স্বনির্ভরতার লক্ষ্যে ভারত সরকারের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এই কর্মশালার আয়োজন করে। সহযোগিতা ও ব্যবস্থাপনায় হাত বাড়িয়ে দিয়েছে সিউড়ি বিদ্যাসাগর কলেজের রসায়ন বিভাগ। ইদানিং রাজ্য সরকার এমন কি ভারত সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংকোচনের ফলে চাকরির সংখ্যা দিন দিন কমছে। স্কুল কলেজের শিক্ষালাভের পর যুব সমাজ জীবিকার জন্য দিশেহারা। তেমন সময়ে নিজস্ব উদ্যোগ নিয়ে কেমন করে স্বনির্ভর হওয়া যায়, কোথায় পাওয়া যাবে মূলধন ও প্রশিক্ষণ এদিন এই নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। সবিস্তারে আলোচনা করেন ভারত সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জেলা আধিকারিক ঋত্বিক বিশ্বাস, বীরভূম জেলা শিল্প কেন্দ্রের ম্যানেজার তপন বন্দ্যোপাধ্যায়। জীবিকার দিশা দিতে নানা তথ্য ও পরিসংখ্যান দিয়ে বক্তব্য তুলে ধরেন কলেজের অধ্যক্ষ ড. তপন কুমার পরীচ্ছা। এদিন ৭০ জন কলেজ পড়ুয়া এই কর্মশালায় অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নানা স্বনির্ভর প্রকল্প নিয়ে যেমন আলোচনা হয় তেমনি কোথায় কিভাবে নিঃখরচায় প্রশিক্ষণ পাওয়া যায় সে তথ্যও উঠে আসে তাদের বক্তব্যে। আগামী দিনে পড়ুয়াদের কর্মজীবনে এই কর্মশালা কাজে লাগবে বলে জানিয়েছেন রসায়ন বিভাগের হেড অফ দা ডিপার্টমেন্ট ড. ত্রিজিৎ ভট্টাচার্য। এদিন উপস্থিত কর্মশালায় অংশগ্রহণকারী পড়ুয়ারা খুশি ব্যক্ত করেন।
