
শম্ভুনাথ সেনঃ
হীরক জয়ন্তী বর্ষ উদযাপনের অন্যতম পর্ব হিসেবে বীরভূমের এক ঐতিহ্যবাহী উচ্চশিক্ষার প্রতিষ্ঠান সাঁইথিয়া অভেদানন্দ মহাবিদ্যালয়ে ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ দিন ব্যাপী উৎসবের সূচনা হয়েছে। চলবে ১লা মার্চ পর্যন্ত। এই উৎসবের উদ্বোধন করেন এস.আর.ডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। উৎসবের অঙ্গ হিসেবে বইমেলা, খাদ্য মেলা, হস্তশিল্প মেলায় সাজানো হয়েছে নানা স্টল। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নীলাবতী সাহা, সাঁইথিয়া পুরপ্রধান বিপ্লব দত্ত, কলেজের প্রাক্তনী স্বামী সারদাত্মানন্দ মহারাজ, কলেজের অধ্যক্ষ গৌতম সেন, পরিচালন সমিতির সভাপতি দেবাশিস সাহা প্রমুখ। উল্লেখ্য, এই বাণিজ্য শহর সাঁইথিয়াতে স্বামী সত্যানন্দদেব তাঁর গুরুদেবের নামাঙ্কিত এই শিক্ষা প্রতিষ্ঠানের নিজ হাতে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৯৬৫ সাল থেকে পঠন-পাঠন শুরুর মাধ্যমে পথচলা শুরু হয় এই অভেদানন্দ মহাবিদ্যালয়ের। কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন স্বামী কৃষ্ণানন্দ ( ড. কে.ডি. রায়)। তিনি ছিলেন একজন বিজ্ঞানপ্রেমী এবং শ্রীশ্রী সারদা পুঁথির রচয়িতা। সেই সঙ্গে বহু পদার্থবিদ্যা গ্রন্থের লেখক।

এই অভেদানন্দ মহাবিদ্যালয়ের বহু প্রাক্তনী দেশ-বিদেশে উচ্চপদে প্রতিষ্ঠিত। জেলার বুকে গর্বিত এই শিক্ষাপ্রতিষ্ঠানের রজত জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী পেরিয়ে গত ২০২৪ এর ১১ নভেম্বর হীরক জয়ন্তী উৎসবের সূচনা হয়েছে। সেই থেকেই বছরভর চলছে হীরক জয়ন্তী উদযাপনের পর্ব। উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ঠাকুর সত্যানন্দদেবের আবির্ভাব দিবস। এই দিনটিকে আরও স্মরণীয় করতে কলেজ প্রাঙ্গণে শুরু হয়েছে বইমেলা, খাদ্যমেলা, হস্তশিল্পমেলা। ২৫টি পাবলিশার্স বইমেলায় অংশ নিয়েছে। বাংলাদেশের তাঁত শিল্প সহ দশটি স্টল বসেছে হস্তশিল্প মেলায়। সেই সঙ্গে রয়েছে আটটি খাদ্য স্টল। প্রথম দিন থেকেই জমে উঠেছে এই মেলা। উৎসাহ উদ্দীপনায় উপস্থিত বর্তমান ছাত্র শিক্ষক থেকে কলেজের প্রাক্তনীরা। হীরক জয়ন্তী বর্ষপূর্তিতে ২০২৫ এর নভেম্বরে অনুষ্ঠিত হবে প্রাক্তনীদের “পুনর্মিলন উৎসব”।এ তথ্য জানিয়েছেন কলেজের পরিচালন সমিতির সভাপতি দেবাশিস সাহা।
