
শম্ভুনাথ সেনঃ
ভারত-চিন কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি সেই সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের চীন দেশে যাত্রার শতবর্ষ উদযাপন উপলক্ষে বিশ্বভারতীতে দু’দিনের বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় ৷ উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষ ছাড়াও কলকাতায় চিনের কনসাল জেনারেল জুওয়েই। প্রত্যেকের বক্তব্যে উঠে আসে যে, ভারত-চিন সম্পর্কে সেতু হলেন গুরুদেব রবীন্দ্রনাথ। বিশ্বভারতী ফের চীনের সঙ্গে শিক্ষা-সংস্কৃতি আদান-প্রদানের মউ স্বাক্ষর করতে চলেছে বলে জানালেন চিনা ভবনের বিভাগীয় প্রধান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পদক পাওয়ার পর আমন্ত্রণ পেয়ে বেশ অনেকগুলো দেশ ভ্রমণ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার মধ্যে অন্যতম চীন ভ্রমণ। ১৯২৪ সালে গুরুদেব চীন ভ্রমণে যান ৷ পরবর্তীতে বিশ্বভারতীতে স্থাপিত হয় চীনা ভবন ৷ দীর্ঘদিন ধরে চীনা ভাষা ও সংস্কৃতি চর্চার অন্যতম প্রতিষ্ঠান এটি ৷ গুরুদেবের চীন ভ্রমণের শতবর্ষ উপলক্ষে গত বছর ২০২৪ সাল থেকে আলোচনাসভা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে আসছে বিশ্বভারতীর চীনাভবন৷ তারই বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয় ১ মার্চ ৷ অন্যদিকে ২০২৫ সালে ভারত-চিন কূটনীতিক সম্পর্কের ৭৫ বছর পূর্ণ হল। দু’দিন ধরে লিপিকা প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ, কলকাতায় চীনের কনসাল জেনারেল সুওয়েই, ভাষাভবনের অধ্যক্ষ মৃণালকান্তি মণ্ডল, চীনা ভাষা বিশেষজ্ঞ অধ্যাপক মনোরঞ্জন মহান্তি প্রমুখ। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১২ জন প্রতিনিধি আলোচনায় অংশ নেন। উপস্থিত ছিলেন বিভিন্ন ভবনের পড়ুয়া-অধ্যাপকেরা ৷