বীরভূম জেলাজুড়ে চলছে বাংলা শস্যবীমার-‘২০২২’ আবেদনপত্র গ্রহণের কাজ

শম্ভুনাথ সেনঃ

কৃষিনির্ভর বীরভূম। আর বীরভূমের কৃষি মূলতঃ বৃষ্টি নির্ভর। ৭০ শতাংশ মানুষের জীবন-জীবিকা কৃষির উপর নির্ভরশীল। বর্ষা ঋতু প্রায় শেষ! কিন্তু এবার বৃষ্টি নেই। চাষীদের মাথায় হাত। মন মুখ শুকনো। এখনো পর্যন্ত আশা এবং আশঙ্কায় দিন গুনছেন জেলার কৃষিজীবীরা। এই খারিফ মরশুমে বীরভূমে তিন লক্ষ বারো হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়। এ পর্যন্ত ১০% জমিতে ধান রোপন করা যায়নি। অনাবৃষ্টির কারণে জলাধারগুলিতে ও জল সঞ্চয় হয়নি। ভূগর্ভস্থ জলে ময়ূরেশ্বর, ইলামবাজার, লাভপুর এমন কিছু ব্লকে ধীরগতিতে চলছে ধান রোয়ার কাজ। তবে কৃষকদের ক্ষতিপূরণের সুবিধা দিতে “বাংলা শস্য বীমা-২০২২ এর খারিফ মরশুমের জন্য আবেদন পত্র গ্রহণের কাজ চলছে পুরোদমে। জেলার ১৯ টি ব্লকের ১৬৭ গ্রাম পঞ্চায়েতে চাষীরা ক্ষতিপূরণের আশায় শস্য বীমার আবেদন পত্র জমা দিচ্ছেন তাদের নিজস্ব ব্লক ও পঞ্চায়েত এলাকায়। শস্য বীমার আবেদন পত্র জমা পড়ছে বীরভূমের মুরারই এক নম্বর ব্লকেও। এখানে সাতটি গ্রাম পঞ্চায়েতের কৃষকরা বাংলা শস্য বীমার আবেদনপত্র জমা দিচ্ছেন তাদের কৃষি বিভাগের অফিসে। সে কথায় জানিয়েছেন ব্লকের সহ কৃষি অধিকর্তা অনুপম হালদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *