তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন, জেলার বিভিন্ন কলেজে

সেখ রিয়াজুদ্দিনঃ

তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিপি তথা তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠার ২৪ বছর পূর্ণ হল।সেই হিসেবে আজ ২৮ আগষ্ট তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হয় রাজ্যের পাশাপাশি জেলার বিভিন্ন কলেজে। ১৯৯৮ সালে কংগ্রেস থেকে বেরিয়ে নতুন দল তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাম দেন তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের সাথে সাথে তৃণমূল ছাত্র সংগঠন টিএমসিপি গঠিত হয়। তাই আজ সারা রাজ্যের পাশাপাশি বীরভূম জেলার দুবরাজপুর, খয়রাসোল, রাজনগর সহ জেলার বিভিন্ন কলেজে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন হেতমপুর কৃষ্ণ চন্দ্র কলেজে দলীয় পতাকা উত্তোলন করেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, কাউন্সিলার সেখ নাজির উদ্দিন, সাগর কুন্ডু, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি, লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জল ঘোষ, হেতমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিনিবেশ রায় সহ ছাত্র পরিষদের সদস্যরা। এদিন কলেজের গেটের সামনে পথসভা অনুষ্ঠিত হয়, সেখানে উপস্থিত নেতৃত্ব ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *