সেখ ওলি মহম্মদঃ
আর কিছুদিন পরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আপামর বাঙালি দুর্গাপুজোর আনন্দে মাতবে। কিন্তু আজ বীরভূম জেলার দুবরাজপুর শহরে এক অন্য চিত্র ধরা পড়ল। পুজোর আগেই পুজো! যদিও বা ১ অক্টোবর মহাষষ্ঠী। কিন্তু তার আগে আজ তিলোত্তমার আকাশে-বাতাসে পুজো পুজো ভাব। পুজো পুজো গন্ধ। আগমনীর আবাহনের আনন্দে মাতোয়ারা সবাই। সরগরম দুবরাজপুর শহর। আর এই সবের পিছনে রয়েছে প্রাক পুজো শোভাযাত্রা। বিসর্জনে নয়, এবার আবাহনেই কার্নিভ্যাল। ইউনেস্কোর পক্ষ থেকে কলকাতার দুর্গপুজোকে স্বীকৃতি দেওয়া হয়েছে। কলকাতার পুজোকে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। সেই স্বীকৃতি উদযাপনেই আজ সারা রাজ্যের পাশাপাশি দুবরাজপুর শহর জুড়ে দুর্গাপুজোর কার্নিভ্যাল। ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে দুবরাজপুরের বুকে আজ শোভাযাত্রা করা হল। আজ দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর কালীতলা মোড় থেকে শুরু গোটা দুবরাজপুর শহর পরিক্রমা করা হল। এদিন দুবরাজপুরের ডিএসএ ক্লাব, উত্তরাঞ্চল ক্লাব, ইউথ কর্ণার, সংহতি ক্লাব, রাজ রাজেশ্বরী দুর্গা মন্দির কমিটি সহ দুবরাজপুর ব্লকের বিভিন্ন ক্লাব ও মন্দির কমিটির সদস্য, ছাত্রছাত্রী, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সহ আরও অনেকে এই পুজো কার্নিভ্যালে অংশগ্রহন করে। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক, দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, ডিএসপি (ক্রাইম) ফিরোজ হোসেন, দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন, সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মিলন বাগ্দী সহ আর অনেকে।