
উত্তম মণ্ডলঃ
ইউনেস্কোর ঘোষণায় হেরিটেজের তকমা পেয়েছে বাঙালির দুর্গাপুজো। এই আনন্দে সুসজ্জিত শোভাযাত্রা বের হলো রাজনগরে আজ বিকেলে। পা মেলান রাজনগর বিডিও শুভদীপ পালিত, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধুসহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, ক্লাব সংগঠনের সদস্য-সদস্যা থেকে বিভিন্ন বিশিষ্টজনেরা। রাজনগর বিডিও অফিস থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে রাজনগরের বিভিন্ন পথ পরিক্রমা করা হয়। সেই সঙ্গে ধন্যবাদ জানানো হয় ইউনেস্কোকে।
