সেখ ওলি মহম্মদঃ
করম পরব আদিবাসী সম্প্রদায়ের মানুষদের একটি ঐতিহ্যবাহী উৎসব। আদিবাসী যেমন–ওঁরাও, কুড়মি, সাঁওতাল, মুন্ডা, পাহান সহ প্রায় ৩৮টি জাতির মানুষ করম পরব পালন করে। প্রতি বছর ভাদ্র মাসের শুক্ল একাদশী তিথিতে করম পরব উৎসব হয়ে থাকে। করম পূজা মূলত করম দেবতার পূজা, যিনি শক্তি ও যৌবন, সুখ ও শান্তি এবং সমৃদ্ধির প্রতীক। করম গাছের ডাল, যা কিনা করম দেবতার প্রতীক, তাকেই পুজো করা হয়ে থাকে। করম গাছকে ঘিরেও চলে পূজার প্রস্তুতি, নৃত্য-গীত। আদিবাসীদের জীবনের সমস্ত কিছুকে ঘিরেই আছে নৃত্য ও গীত। তাই স্বাভাবিক ভাবেই করম পূজাও পালন করা হয় নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে। তাই ৮ আগস্ট সন্ধ্যায় বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রঞ্জনবাজারের ওরাঙ পাড়ায় হিন্দলক্ষী পুজো ও করম পরব জাঁকজমক ভাবে পালন করা হল। এদিন সন্ধ্যায় পুরোহিত এক জায়গায় করম ডাল পুঁতে করম ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করেন। তৈরি হয় পুজার বেদী। পাড়ার ব্রতকারী কুমারী মেয়েরা ‘করম ডালায়’ পুজোর অর্ঘ্য রূপে ঘী, গুঁড়, আতপচাল, মধু, ধুপ, একগাছি ধান আর কাঁকুড় ইত্যাদি নিয়ে সমবেত হয়ে পুজো করে করম ঠাকুরের। এই পাড়ায় ৩০ টি ঘর রয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের। তাঁরা পূর্বপুরুষ ধরে এই পুজো করে আসছেন বলে জানান এলাকার বাসিন্দা শীতল ওরাঙ ও বীরেন ওরাঙ। তাছাড়াও এই পুজোয় উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বনমালী ঘোষ। তিনি জানান, আমি প্রতি বছর এখানে আসি। আমার সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আগামী দিনে এই পাড়ায় একটি অনুষ্ঠান ভবন করে দেওয়ার কথাও বলেন কাউন্সিলর বনমালি ঘোষ।