মেহের সেখঃ
লাভপুরে অতুলশিব ক্লাব এবং দিশারী সাংস্কৃতিক চক্রের যৌথ উদ্যোগে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ১২৫ তম জন্মবর্ষে সারাবছর তারাশঙ্করচর্চার অঙ্গস্বরূপ “তারাশঙ্করকথা” শীর্ষক বক্তৃতা মালার অঙ্গ হিসেবে রবিবার বিকাল ৪ টা থেকে লাভপুর অতুলশিব ক্লাবে নট, নাট্যকার এবং পশ্চিমবঙ্গ নাট্য অকাদেমির সদস্য মলয় ঘোষ “নাটুকে তারাশঙ্কর” বিষয়ে মনোজ্ঞ আলোচনা করলেন। উক্ত অনুষ্ঠানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘মতিলাল’ ছোটগল্পটি পাঠ করলেন শুভব্রত দত্ত ও নম্রতা দত্ত। এছাড়াও গান পরিবেশন করলেন প্রাক্তন শিক্ষক প্রণবকুমার চট্টোপাধ্যায় এবং সৈয়দ আবসার হোসেন। উপস্থিত ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র বাসুদেব বন্দ্যোপাধ্যায়, প্রবীণ শিক্ষক হরিপ্রসাদ সরকার, জ্ঞানেন্দ্রমোহন ঘোষ, নাট্যকার ও অভিনেতা মহাদেব দত্ত, লাভপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সালাম সেখ প্রমুখ। আয়োজক সংস্থার কর্ণধার পার্থপ্রদীপ সিংহ জানান– মূলত তারাশঙ্কর চর্চার প্রসার ঘটানোর লক্ষেই তারাশঙ্করের ১২৫ তম জন্মবর্ষে প্রতি মাসে বছরভর তাঁরা “তারাশঙ্করকথা” শিরোনামে একটা করে আলোচনাসভার আয়োজন করে চলেছে। অক্টোবর মাসের “তারাশঙ্করকথা” শীর্ষক আলোচনাসভার বিষয় “যেমন দেখেছি তারাশঙ্কর”।