শম্ভুনাথ সেনঃ
গ্রাম প্রধান জেলা বীরভূম। জেলায় সার্বজনীন পূজার পাশাপাশি পারিবারিক পুজো অনুষ্ঠিত হয় গ্রামে গ্রামে। গড়ন্ত প্রতিমা দেখতে গ্রামের আবাল বৃদ্ধ বনিতার দল ভিড় করেন। বীরভূমের দুবরাজপুর ব্লকের বালিজুরি গ্রাম পঞ্চায়েতে ‘হালসোত’ গ্রামে “সরকার বাড়ি’র” পুজো এবার ৪০২ বছরে পড়ল। সারা গ্রামে মাত্র একটি প্রতিমা পুজো হয়। এই পুজো ধরে রাখে গ্রামীণ সংহতি। উল্লেখ্য, রাজনগরের রাজাদের প্রধান সেনাপতি ছিলেন শম্ভু শর্মা। তিনিই এই দুর্গাপূজার প্রতিষ্ঠা করেন। সেকথা জানিয়েছেন পরিবারের উত্তরসূরি বীরেন সরকার। গ্রামের সর্বজনীন পুজো হিসেবে এবারও সরকারি অনুদান ৬০ হাজার টাকা পাওয়া গেছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। এই দুর্গাপুজোয় এখনও সেই সাবেকি প্রথায় নির্মিত হয় একচালি মূর্তি। মহাষ্টমীর বিশেষ পুজোয় নিবেদন করা হয় ১০৮ টি পদ্মফুল। জ্বালানো হয় ১০৮ টি প্রদীপ। বৈদিক মন্ত্রে হয় পুজোপাঠ। এবার এই পুজোয় পুরোহিত ছিলেন মেমারির অরুণ চক্রবর্তী, তন্ত্র ধারক হালসোত গ্রামেরই দয়াময় রায়। প্রতিমা নির্মাণ করেন পণ্ডিতপুর গ্রামের দীপঙ্কর সূত্রধর। সেনাপতির সেই তলোয়ারে আজও হয় কুমড়ো বলি। নবমী তিথিতে গ্রামের বহু মানুষ প্রসাদ গ্রহণের নিমিত্বে পংক্তি ভোজে মিলিত হয়।