‘বাংলা একটাই… মাঝে শুধু কাঁটা তারের বেড়া, উঁচু দেওয়াল… তবু হৃদয় থেকে মনকে যায় না ছেঁড়া!’

পীযূষ মণ্ডলঃ

দুই বাংলার ভাষা, তাদের কৃষ্টি ও সংস্কৃতি তাদের সম্পর্ককে মজবুত ও চিরকাল মানুষকে আপন করে নিয়েছে৷ সেই মধুর সম্পর্ক এবার এপার বাংলা এবং ওপার বাংলার সাহিত্য উৎসব অনুষ্ঠানে। গত ১৬ অক্টোবর ‘কথা ৭১’ টিভি নামক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের চট্টগ্রাম সদর শহরে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক আলোচনা ও কবিতার মিলন উৎসব। ভারত থেকে সেখানে অংশগ্রহণ করেছিলেন ৫ জন সাহিত্যিক ও আবৃত্তি শিল্পীরা। এই তালিকায় আবারও যুক্ত হলো রাঢ় বঙ্গের বীরভূমের বোলপুর শান্তিনিকেতনের নাম। অন্যতম ভারতীয় হিসাবে প্রতিনিধিত্ব করেন এই সাহিত্য উৎসবে। বোলপুর থেকে অন্যতম কবি ও আলোচক ড. প্রবীর কুমার পাল ও কৃতাঞ্জলি আবৃত্তি সংস্থার কর্ণধার বাচীক শিল্পী মধুমিতা পাল মন্ডল অংশ গ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়া থেকে দুই সাহিত্যিক। বাংলাদেশ কথা৭১ টিভির পক্ষ থেকে জেলার এই দুই সাহিত্যিক ও শিল্পীর হাতে “গুণীজন সম্মাননাঃ ২০২২” প্রদান করা হয়৷ বিভীন্ন জেলার আঞ্চলিক ভাষায় কবিতা পাঠ করার পাশাপাশি রাঢ়বঙ্গের কৃষ্টি ও সংস্কৃতি মূলক সম্মাননা তুলে দেন তারা উদ্যোক্তাদের হাতে। আমন্ত্রিত আলোচক ও কবি হিসাবে উপস্থিত ছিলেন তারা। ড. প্রবীর কুমার পাল ও বাচীক শিল্পী মধুমিতা পাল মন্ডল জানান দুই শতাধিক সাহিত্য প্রেমি মানুষের উপস্থিতি ও আন্তরিকতা এবং জেলার হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে তারা অত্যন্ত খুশি৷ এছাড়াও সাহিত্য বন্ধন আলোর পথে যাত্রা, ঢাকা নামক সাহিত্য সংগঠন ঢাকা গৌর মিট ভবনে একটি সাহিত্যিক আড্ডার আয়োজনের মাধ্যমে মধুমিতা পাল মন্ডল, ড. প্রবীর কুমার পাল সহ বিভিন্ন গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হয়। ভারতবর্ষ থেকে প্রদীপ প্রজ্জ্বলনে অংশগ্রহণ করেছেন মধুমিতা পাল মন্ডল এবং বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি রিয়াজ ওয়েজ ও কথা৭১-এর চেয়ারম্যান সজল কুমার নাথ। সব মিলিয়ে খুশি দুই বাংলার শিল্পী ও সাহিত্যিকরা। ভবিষ্যতে এরকম সভার ঘন ঘন আয়োজনের কামনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *