সিউড়িতে মহাবীর মন্দির কমিটির উদ্যোগে ছটপুজো

দীপক কুমার দাসঃ

সিউড়ির সাজানোপল্লীর মোল্লা পুকুরে ২২বছর ধরে সাড়ম্বরে পালিত হয়ে আসছে ছটপুজো। এবার ২৩তম বর্ষ। ছটপুজো উপলক্ষ্যে মোল্লাপুকুরের ঘাটগুলিকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। কলাগাছ,নানা ধরনের সজ্জা দিয়ে সাজানো হয়েছে। ছটপুজো আদতে সূর্যদেব ও তাঁর পত্নী ঊষাদেবীর পুজো। চারদিন ধরে কঠিন ব্রত পালনের মধ্যে দিয়েই সংসারের মঙ্গল কামনা করেন ব্রতীরা। কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি থেকে শুরু হয় ছটের ব্রত। স্নান সেরে শুদ্ধাচারে ভোজন করেন মহিলারা, যা নাহায় খায় নামে পরিচিত। দ্বিতীয় দিন” খরণা”। এদিন নির্জলা উপবাসের পর ক্ষীর খেয়ে উপবাস ভঙ্গ করেন মহিলারা। তৃতীয় দিন একবুক জলে নেমে অস্তগামী সূর্যের উপাসনা করা হয়। এবং শেষ দিন উদীয়মান সূর্যকে ও ছট মাইয়াকে অর্ঘ্য প্রদানের মধ্য দিয়েই শেষ হয় এই ব্রত। রবিবার তৃতীয় দিনে বৈকালে ঝুড়িতে আখ, কলা, ঝুনো নারকেল, বিভিন্ন ধরনের ফল, ঠেকুয়া ও নানা ধরনের মিষ্টান্ন নিয়ে সাজানো পল্লীর মোল্লা পুকুরে বহু মানুষ জড়ো হন। মহিলারা এদিন এক বুক জলে নেমে অস্তমিত সূর্যকে অর্ঘ্য প্রদান করেন। মহাবীর মন্দির কমিটির পক্ষে যোগীন্দ্র সাউ বলেন, এ বছর ও সাড়ম্বরে ছটপুজো পালিত হচ্ছে। কমিটির পক্ষ থেকে মোল্লাপুকুরের ঘাট পরিস্কার করে সাজানো হয়েছে। এছাড়া নানা ধরনের আলোকসজ্জার মাধ্যমে উৎসবের আর্কষণ বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *