শম্ভুনাথ সেনঃ
গ্রাম পঞ্চায়েত ও পৌরসভার ওয়ার্ড স্তরে আয়োজিত আউটরিচ ক্যাম্পের মাধ্যমে জনগণের দোড়গোড়ায় সুনির্দিষ্ট স্কিমগুলির সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য “দুয়ারে সরকার”প্রকল্প রাজ্য সরকারের একটি নয়া উদ্যোগ। রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প সহ অন্যান্য সুবিধা মানুষের কাছে সহজে পৌঁছে দিতে ৫ ম দফায় আজ ১ নভেম্বর থেকে দুয়ারে সরকার শিবির শুরু হয়েছে বীরভূমেও। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। জেলার ১৯ টি ব্লক ও ৬ টি পৌর এলাকায় গ্রাম পঞ্চায়েত/ওয়ার্ড স্তরে আয়োজিত এই শিবিরে সরকারী পরিষেবার সুবিধে পাওয়া যাবে। স্বাস্থ্য সাথী,খাদ্যসাথী, জাতিগত শংসাপত্র, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষকবন্ধু, কিষান ক্রেডিট কার্ড, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, আধার সংক্রান্ত এমন ২৫ টি পরিষেবার সরাসরি সুবিধা পাবেন উপভোক্তারা। দুবরাজপুর ব্লকেও এই শিবির শুরু হয়েছে। এই ব্লকে রয়েছে বালিজুড়ি, পারুলিয়া,সাহাপুর, গোহালিয়ারা, চিনপাই, লক্ষ্মীনারায়ণপুর, পদুমা,লোবা হেতমপুর ও যশপুর এই দশটি গ্রাম পঞ্চায়েত এবং দুবরাজপুর পৌরসভা। আজ বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতে মঙ্গলপুর জুনিয়ার হাইস্কুলে অনুষ্ঠিত দুয়ারে সরকার শিবিরের ছবি ধরা পড়েছে নয়াপ্রজন্মের পাতায়। এই নভেম্বর মাস জুড়ে প্রতিটি পঞ্চায়েতে দুদিন করে এই শিবির অনুষ্ঠিত হবে, এছাড়া কিছু পঞ্চায়েতে গ্রামে গ্রামে অনুষ্ঠিত হবে মোবাইল ক্যাম্প। দুবরাজপুর ব্লক সূত্রে এ খবর পাওয়া গেছে।