শম্ভুনাথ সেনঃ
আজ ৪ ডিসেম্বর বীরভূমে “গীতা জয়ন্তী” উৎসব উদযাপিত হয়। অগ্রহায়নের শুক্লপক্ষের এই একাদশী তিথিতে প্রতিবছর পালিত হয় “গীতা জয়ন্তী”। ধর্মীয় বিশ্বাস যে এই দিনে মহাভারতে যুদ্ধের আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন। আজ বীরভূমের খয়রাশোল ব্লকের চৈতন্যপুর গীতাভবনে অনুষ্ঠিত হয় গীতা আলোচনা। সমবেত কন্ঠে গীতা পাঠ করা হয়। গীতার উপর বিশেষ আলোচনা ও ব্যাখ্যা করেন গীতা ভবনের প্রতিষ্ঠাতা তথা অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ। সেই সঙ্গে চলে ভক্ত সেবা। এদিকে বীরভূম বিজেপির স্পোর্টস ও ক্লাব রিলেশন সেলের পক্ষ থেকে আজ সিউড়িতে গীতা জয়ন্তী উদযাপিত হয়। চৈতালি মোড় এলাকায় পথ চলতি মানুষের হাতে তুলে দেওয়া হয় শ্রীমদ ভাগবত গীতা। এই উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলার সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা,বিজেপি বিধায়ক অনুপকুমার সাহা সহ দলীয় কর্মী সমর্থকরা।