সেখ রিয়াজুদ্দিনঃ
সম্প্রতি আবাস যোজনা প্রকল্পের জন্য সমীক্ষার কাজ শুরু হতেই রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে পড়ে। শাসক বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিডিও, এসডিও, জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ ডেপুটেশন প্রদান অব্যাহত। অনুরূপ সোমবার বীরভূমের খয়রাসোল বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় বিজেপির পক্ষ থেকে। যারা উপযুক্ত ব্যক্তি তাদেরকেই আবাস যোজনা তালিকাভুক্ত করে বাড়ি দেওয়া হোক, এই দাবিকে সামনে রেখে বিজেপির পক্ষ থেকে খয়রাশোল গোষ্ঠ ডাঙ্গাল থেকে একটি মিছিল বের হয়। আবাস যোজনা প্রদানের ক্ষেত্রে শাসক দলের রাজনীতি, স্বজন পোষণ করা চলবে না বলে শ্লোগান তোলে বিক্ষোভ মিছিল থেকে। এদিন বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুবমোর্চার সর্বভারতীয় সহ-সভাপতি তথা দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ সাহা, বিজেপির জেলা সাধারণ সম্পাদক টুটুন নন্দী, খয়রাসোল দুই মণ্ডল সভাপতি রথীলাল সিংহ ও গণেশ ঘোষ, সংখ্যালঘু মোর্চার জেলা সহ-সভাপতি টিকলু খান, বিজেপি নেতা সুকুমার নন্দী, সুখময় গড়াই, উর্মিলা রুইদাস সহ জেলা, মণ্ডল ও বিজেপির একাধিক কার্যকর্তাগণ।