
সন্তোষ পালঃ
আজ পৌষ সংক্রান্তি। চলছে বীরভূমের অন্যতম জয়দেব মেলা। গতকাল এই মেলার উদ্বোধন হয়। আজ সকাল থেকেই মেলার সর্বত্রই ভীড় উপচে পড়ে। জয়দেব ভক্তিভবনে কুনুর কথা পত্রিকার পক্ষ থেকে সাহিত্যের আসর বসে। সাহিত্যিক চাঁদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক ও পুঁথি সংগ্রাহক অরবিন্দ চট্টোপাধ্যায়, মৃদুলা হাজরা জয়দেব অঞ্চল সেবা সমিতি সম্পাদক রঞ্জিত মুখোপাধ্যায় সভাপতি আনারুল হকসহ অন্যান্যরা। শুরুতেই “কুনুর কথা” পত্রিকার সম্পাদক চুনিলাল মুখার্জি “ঐক্য” পত্রিকার সম্পাদক তারাপদ হাজরার স্মৃতিচারণ করেন এবং সকলে এক মিনিট নীরবতা পালন করেন। উল্লেখ্য তারাপদ হাজরা ৯ জানুয়ারী প্রয়াত হন। জয়দেব সেবা সমিতির সহ সভাপতি শান্তিকুমার রজক কবি জয়দেবের “গীতগোবিন্দ “থেকে সংগীত পরিবেশন করেন। এদিন ছোট পত্রিকার অবদান নিয়ে আলোচনা করেন সিদ্ধেশ্বর সেন। কবি জয়দেব বাংলা না উড়িষ্যার এ নিয়ে বিতর্ক এখনো শেষ হয়নি। বিশিষ্ট গবেষক ও পুঁথি সংগ্রাহক অরবিন্দ চট্টোপাধ্যায় ২০০ বছরের বেশি পুরানো নথী সংগ্রহ করে দাবী করেন কবি জয়দেব এই বাংলার। তবে প্রবীণ বয়সে তিনি উড়িষ্যায় গেলেও যেতে পারেন। কেননা বঙ্গ সংস্কৃতির সঙ্গে উড়িষ্যার অনেক মিল রয়েছে। এছাড়াও নীলোৎপল ভট্টাচার্য, অসীম শীল নারায়ণ কর্মকার সহ প্রায় ৫০ জন কবি সাহিত্যিক কবিতা পাঠ করেন, আলোচনায় অংশ নেন ও সঙ্গীত পরিবেশন করেন।


