শম্ভুনাথ সেনঃ
রাজ্যের শাসক দলের দুর্নীতির প্রতিবাদে বাংলা সংস্কৃতি মঞ্চের ডাকে অনুষ্ঠিত হয় সিউড়ি অভিযান। বীরভূম জেলা কমিটির সহযোগিতায় জেলা সদর সিউড়িতে আজ ২০ ফেব্রুয়ারি বিশাল জমায়েত বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন প্রদান করা হয়। বীরভূম জেলার সাধারণ মানুষের দাবি নিয়ে দুর্নীতি মুক্ত পঞ্চায়েত ভোট, আবাস যোজনায় স্বচ্ছতার সঙ্গে সার্ভে, ক্যাম্প করে ও.বি.সি, এস.সি, এস.টি দের শংসাপত্র দেবার ব্যবস্থা, আদিবাসীদের জাহির থানের পাট্টা ও জাহির থান নির্মাণ করে দেওয়া, পঞ্চায়েত স্তরে আধার সেন্টার চালু এমন ২৫ দফা দাবীর ভিত্তিতে বীরভূম জেলা শাসকের নিকট আজ স্মারকলিপি জমা দেওয়া হয়। নেতৃত্ব দেন বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি সামিরুল ইসলাম। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিশাল জমায়েত নিয়ে এই মিছিলটি সিউড়ি পুলিশ লাইন মাঠ থেকে শুরু হয়। জেলখানা রাস্তা পেরিয়ে জেলাশাসক দপ্তরের সামনে নানা দাবিতে চলে স্লোগান। বেশ কয়েক হাজার বাংলা সংস্কৃতি মঞ্চের সদস্যরা হাজির হওয়ায় দুপুর একটা নাগাদ সদর শহরের প্রধান রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিঘ্নিত হয় যান চলাচল। বহু দূরপাল্লার সরকারি, বেসরকারি বাস, ছোট গাড়ি আটকে পড়ে। ডেপুটেশন দেওয়ার পর বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি সামিরুল ইসলাম সাংবাদিকদের জানান জেলাশাসক যথাশীঘ্র তাদের দাবিগুলি বিবেচনার সঙ্গে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। পঞ্চায়েত ভোটের আগেই নানা সমস্যা জেলা প্রশাসনে জানানোর জন্য সাত দিনের মধ্যে একটি টোল ফ্রি নাম্বারের ব্যবস্থা করা হবে, জেলাশাসকের পক্ষ থেকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে তিনি জানান।