দ্বারবাসিনী মন্দিরে পুজো উৎসবকে ঘিরে এলাকাজুড়ে উদ্দিপনা

সনাতন সৌ

সিউড়ী থানার ভাণ্ডীরবন ধামের কাছেই কেন্দুলী গ্রামে ঐতিহ্যবাহী দ্বারবাসিনী মায়ের মন্দিরে প্রাচীন ঐতিহ্য ও রীতি মেনেই অনুষ্ঠিত হলো মনসা, শীতলা মায়ের বার্ষিক বারি পুজো ও লবন পালন উৎসব। এই পুজো ৩০০ বছরের প্রাচীন। পুজো উৎসবকে ঘিরে মন্দির প্রাঙ্গণে ১১দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দূর্গাপুজোর মতই বাড়ীর আত্মীয়স্বজন এসে মেতে ওঠে এই পুজো উৎসবে। এলাকাজুড়ে লক্ষ্য করা যায় বিপুল উদ্দিপনা। পুজোর অষ্টম দিনে ৫ এপ্রিল লবন পালন করা হয় এলাকা জুড়ে। এদিন কেউ লবনযুক্ত খাবার খান না। মন্দিরে বহু ভক্ত নরনারী, মায়ের পুজো দেন। পুজো উৎসব উপলক্ষ্যে পুজো অর্চনা, ভোগ আরতি, চন্ডীপাঠ, মনসা মঙ্গলার গান, শান্তিযজ্ঞ ও শোভাযাত্রা সহকারে পদযাত্রা অনুষ্ঠিত হয়। পুজোর নবম দিনে ৬ এপ্রিল মন্দির প্রাঙ্গণে বিরাট মেলা বসে। মেলায় বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার লোকের সমাগম হয়। মেলা মিলন ক্ষেত্র রূপ নেয়। ৬ এপ্রিল দুপুরে মায়ের দুটি বারিকে নিয়ে শোভাযাত্রা সহকারে ঘোরানো হয় এবং বিকালে বড় পুকুরে বিসর্জন করা হয়। স্হানীয় পুজো কমিটির উদ্যোগে ৭ এপ্রিল রাত্রি ১০টায় ফুটবল ময়দানে কলকাতার নিউ রাজদীপ নাট্য সংস্হার পরিবেশনায় মঞ্চস্হ হলো সামাজিক যাত্রাপালা ‘কানা গলির কৃষ্ণকলি’। ৮ এপ্রিল রাতে ওই একই মঞ্চে বিচিত্রানুষ্ঠান হয়। অনুষ্ঠানে নবাগত সঙ্গীত শিল্পী শ্রেয়া সাধুর বিভিন্ন সাধের একগুচ্ছ গান দর্শকদের নজর কাড়ে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অভিজিৎ চ্যাটার্জী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *