রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে আজ অন্য মেজাজে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

শম্ভুনাথ সেনঃ

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ ৭ মার্চ বীরভূমের শান্তিনিকেতনে কাটালেন এক অন্য মেজাজে। এদিন সকাল থেকেই শান্তিনিকেতনের বিভিন্ন প্রান্তে তাঁকে সাধারণভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তাঁকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয় পথচলতি মানুষজন। বিচারপতিকে ভগবানের আসনে বসিয়ে প্রণাম জানান অনেকেই। তাঁকে কাছে পেয়ে ঘিরে ধরেন সেলফি তোলার জন্য। আগত পর্যটক, পড়ুয়া অনেকেরই আবদার তিনি পূর্ণ করেন। এই বিচারপতি যেভাবে একের পর এক মামলার রায় দিয়েছেন, তাঁর জন্য তাঁর প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। এদিন সাতসকালে শান্তিনিকেতনে পৌঁছে যান বিচারপতি গঙ্গোপাধ্যায়। পরনে ছিল সাদা পাজামা-পাঞ্জাবি। অনেকটা পথ পায়ে হেঁটে ঘোরেন তিনি। চায়ের দোকানে, বইয়ের দোকানে সাধারণ মেজাজেই তাঁকে দেখা যায়। তাঁকে কাছ পেয়ে অনেকেই আবেগতাড়িত হয়ে পা ছুঁয়ে প্রণাম করার জন্য এগিয়ে আসেন। উচ্ছ্বসিত হন শান্তিনিকেতনবাসী। এদিন বিচারপতি পৌঁছে যান রতনপল্লির মাঠে। সাংবাদিকরা তাঁকে নানা রাজনৈতিক প্রশ্ন করলেও এড়িয়েই যান তিনি। তিনি জানান, “এই মুহূর্তে যে পদে আছি সেখান থেকে মন্তব্য করা ঠিক নয়”। বিশ্বভারতী বসন্ত উৎসব বন্ধ করার প্রশ্নে তিনি বলেন “এটা ওদের প্রশাসনিক সিদ্ধান্ত”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *