মেহের সেখঃ
দিশারী সাংস্কৃতিক চক্র এবং লাভপুর অতুলশিব ক্লাবের যৌথ উদ্যোগে ১৯ মার্চ রবিবার বিকেল ৪ টে থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত লাভপুর অতুলশিব ক্লাবে “তারাশঙ্কর কথা” শীর্ষক আলোচনাসভায় ”তারাশঙ্করের উপন্যাসে ইতিহাস” বিষয়ে মনোজ্ঞ আলোচনা করলেন সাহিত্য কর্মী সোমনাথ মুখোপাধ্যায়। উক্ত অনুষ্ঠানে তারাশঙ্করের গল্প পাঠ করেন সাহিত্য কর্মী সুনীল পাল এবং তারাশঙ্করের গান পরিবেশন করেন সৈয়দ আবসার হোসেন ও প্রণব চট্টোপাধ্যায়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাশঙ্করের ভাতুস্পুত্র বাসুদেব বন্দ্যোপাধ্যায়, নাট্যকর্মী মহাদেব দত্ত, সাহিত্য কর্মী জগন্ময় মিশ্র, বিকাশ রায়, সুনন্দা রায়, অজয় সাহা প্রমুখ। দিশারী সাংস্কৃতিক চক্রের কর্ণধার পার্থপ্রদীপ সিংহ জানিয়েছেন অত্যন্ত ভালো আলোচনা হয়েছে।প্রতি মাসে তাঁরা এই ধরনের উদ্যোগ গ্রহণ করেন।