দীপককুমার দাসঃ
মহঃ বাজার পঞ্চায়েতের খড়িয়া গ্রামের অদূরে মাঠের মধ্যে নতুন বেদীর অভিষেক হলো। দীর্ঘ দিন ধরে লোকালয় থেকে দূরে মাঠের মধ্যে গ্রামদ্যূতি, বাগরাজ ও ব্রহ্মদত্যি পুজো হয়ে আসছে। এলাকার মাহারা বংশের লোকেদের তত্ত্বাবধানে এই পুজো হয়ে আসছে।কার্তিক মাসের সংক্রান্তির দিন বাৎসরিক পুজো হয়। কিন্তু গাছতলায় কোনো বেদী ছিল না। আজ শনিবার নতুন বেদীর অভিষেক হয়। সেই উপলক্ষ্যে পুজোচর্ণা, প্রসাদ বিতরণ করা হয়। এই পুজোর উদ্যোক্তা তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান লক্ষণ মাহারা বলেন, এখানে দীর্ঘ দিন ধরে পুজো হলেও বিগ্রহগুলি মাটির মধ্যে থাকত। ফলে অসাবধানতাবশত কেউ তাতে পা দিয়ে ফেললে নানা অঘটন ঘটছিলো। তাই এবছর আমরা উদ্যোগ নিয়ে নতুন বেদি তৈরি করে অভিষেক করলাম। এই উপলক্ষে পুজো, মহাপ্রসাদ বিতরণ করা হলো।