কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে :: বিশ্বের প্রথম ন্যানো ডিএপি তরল সার জাতির উদ্দেশে উৎসর্গ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী

সনাতন সৌঃ

প্রতি বছর যেভাবে বায়ুদূষণ বাড়ছে তাতে ফসল রক্ষা করার মুশকিল হয়ে পড়েছে। কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কার্যকরী সমাধান এবং আত্মনির্ভরশীলতার ও আত্মনির্ভর কৃষির সাথে তাল মিলিয়ে তৈরি করা হয়েছে বিশ্বের সর্বপ্রথম ন্যানো ডিএপি তরল পদার্থ সার। এই তরল পদার্থ ডিএপি সার ফসলে প্রয়োগ করলে কৃষিতে সবুজ বিপ্লব আসবে বলে কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তৈরি এই তরল পদার্থ ডিএপি সার জৈবিক ব্যবহারের জন্য নিরাপদ এবং মাটি জল ও বায়ুদূষণ কমানোই এর মূল লক্ষ্য। প্রচলিত ডিএপি আমদানি নির্ভরতা হ্রাস কমবে বলে আশা করা যাচ্ছে। অতি সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের প্রথম ন্যানো এই তরল পদার্থ ডিএপি সার ব্যবহার করতে জাতির সেবায় জাতির উদ্দেশে উৎসর্গ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ্। এই উদ্দেশ্যকে সফল করতে বীরভূম জেলার নলহাটি এক নম্বর ব্লকের সুলতানপুর কৃষি সমবায় সমিতিতে বেশ কয়েকজন চাষীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এটিকে কার্যকর করতে সকল চাষীদের প্রতি আহ্বান জানানো হয়। সঠিক মাত্রায় কিভাবে এই তরল সার ফসলে প্রয়োগ করা যাবে, সে ব্যাপারে সচেতন করা হয়। সভাটি পরিচালনা করেন জেলার দায়িত্বপ্রাপ্ত প্রবন্ধক সুনীল কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *