আজ “বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে” বীরভূমের সিউড়ি সদর হাসপাতালে সচেতনতা মূলক সেমিনার

শম্ভুনাথ সেনঃ

আজ ৮ মে। “বিশ্ব থ্যালাসেমিয়া দিবস”। থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বীরভূমের সিউড়ি সদর হাসপাতালে নির্মিত হয়েছে থ্যালাসেমিয়া ইউনিট।জেলায় এ পর্যন্ত ৮৩৯ জন রোগীকে চিহ্নিত করা হয়েছে। তাদেরকে এখান থেকেই বিনামূল্যে দেওয়া হয় রক্ত। রোগীদের জন্য নির্মিত হয়েছে “ডে কেয়ার ওয়ার্ড”। এইসব রোগীরা সকালে ভর্তি হয়ে রক্ত নেওয়ার পর তাদেরকে বিকেলেই ছুটি দিয়ে দেওয়া হয়। শিশু রোগীদের ভয় দূরীকরণের লক্ষ্যে তাদের বিনোদনের জন্য ওয়ার্ড চত্বরেই প্লে জোন তৈরি করা হয়েছে। উল্লেখ্য, সপ্তাহে প্রতি বুধবার হাসপাতালের আউটডোরে বিনামূল্যে থ্যালাসেমিয়া বাহক নির্ণয় পরীক্ষা করা হয়। এছাড়া সোম ও শুক্রবার গর্ভবতী মা এবং তাদের স্বামীদের জন্য থ্যালাসেমিয়া বাহক নির্ণয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এ তথ্য জানিয়েছেন থ্যালাসেমিয়া ক্লিনিকের কাউন্সিলর অমলেশ সাহা। এই দিনটির তাৎপর্য নিয়ে আজ দুপুরে হাসপাতালেই একটি সচেতনামূলক সেমিনারের আয়োজন করা হয়। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের থ্যালাসেমিয়া বিভাগের প্রধান ডাঃ প্রসূন কুমার দাস। উপস্থিত ছিলেন বীরভূম জেলা ভলেন্টিয়ার ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি নুরুল হক, সিউড়ি মহাবিদ্যালয় এর অধ্যক্ষ ড. পার্থসারথি মুখোপাধ্যায়, মহোদরি অন্য বসন্ত ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীল রুজ সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক,অধ্যাপক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *