সন্তোষ পালঃ
দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে ৪ঠা জুন মহামৃত্যুজ্ঞয় যজ্ঞের আয়োজন করা হয়। ২৮ মে থেকে ৩ জুন সপ্তাহব্যাপী ভাগবত পাঠের আয়োজন করা হয়েছিল। ভাগবত পাঠ বিরামের পর এদিন পূর্ণিমা তিথি লগ্নে এই মহাযজ্ঞের আয়োজন করা হয় আশ্রমের নাটমন্দিরে। এদিন উপস্থিত ছিলেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি তথা প্রবীণ সন্ন্যাসী শ্রী মৎ স্বামী গোরানন্দ মহারাজ, কোচবিহার শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজসহ বিভিন্ন রামকৃষ্ণ আশ্রমের স্বামীজীগণ ও দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের অন্যান্য মহারাজ ও বহু অনুরাগী ভক্তবৃন্দ। বিশ্ব শান্তি, বিশ্বকল্যাণ ও নিরোগমুক্ত পৃথিবীর জন্য এই মহামৃত্যুজ্ঞয় যজ্ঞের আয়োজন। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ জানান অন্যান্য বছরের মতো এবারও সপ্তাহব্যাপী ভাগবত পাঠের আয়োজন করা হয় এবং নীরোগমুক্ত পৃথিবীর জন্য আজ মহামৃত্যুজ্ঞয় যজ্ঞের আয়োজন। মহাযজ্ঞ সমাপনের পর অসংখ্য ভক্ত প্রসাদ গ্রহণ করেন।