সেখ রিয়াজুদ্দিনঃ
শাসক তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে একযোগে লড়াই করতে দীর্ঘ কয়েক মাস যাবত বামফ্রন্ট কংগ্রেসের পক্ষ থেকে থানায় থানায় এমনকি পাড়ায় পাড়ায় বিভিন্ন কর্মসূচি পালন করলেও ভোটের দিনক্ষণ ঘোষণার মুহূর্তে দেখা দিল সেই জোটে ফাটল। বামফ্রন্টের সাথে যেমন দেখা দিয়েছে ফাটল তেমনি জাতীয় কংগ্রেসের জেলা কমিটির মধ্যেও দেখা দিয়েছে বিভাজন। রবিবার জেলা সদর সিউড়ি সিপিআইএমের জেলা কার্যালয় সুরেন-শরদীশ ট্রাস্ট ভবনে কংগ্রেস সহ বামফ্রন্টের অন্যান্য শরিকদলের প্রতিনিধিদের নিয়ে এক সাংবাদিক সম্মেলন করে জোটের পক্ষে এবং জেলা পরিষদের আসন বন্টন সম্পর্কে বিস্তারিত তথ্য দেন সিপিআইএম জেলা সম্পাদক গৌতম ঘোষ। তিনি জানান যে জেলা পরিষদের মোট ৫২ টি আসনের মধ্যে সিপিআইএম ৩২ টি, ফরোয়ার্ড ব্লক-৩, সিপিআই-১ এবং জাতীয় কংগ্রেস-৭ টি আসনে জোটের পক্ষ থেকে মনোনয়ন পত্র জমা দিচ্ছে, বাকিটা আলোচনা চলছে। সেখানে বামফ্রন্টের জেলা নেতৃত্বের পাশাপাশি কংগ্রেসের জেলা কার্যকরী সভাপতি চঞ্চল চট্টোপাধ্যায় উপস্থিত থাকলেও অপরদিকে ওই দিনই সিউড়িতে সাহিত্য পরিষদ হলে জাতীয় কংগ্রেসের জেলা কার্যকরী সভাপতি মৃনাল কান্তি বসুর আহ্বানে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিষয়ে জেলার বিভিন্ন স্তরের কংগ্রেসের পদাধিকারী নেতৃত্ব আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সেখানে অভিযোগ তোলেন রাজ্য নির্বাচন কমিশন কিভাবে ভোট করাতে চলছে। এটা অন্য সকলে বুঝলেও জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি কিন্তু বুঝেও না বোঝার ভান করে চলেছেন।নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিভিন্ন স্তরের কংগ্রেস কর্মীদের মধ্যে আলাপ আলোচনা না করেই মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করছেন। আমরা যেমন এ সিদ্ধান্ত মানছি না পাশাপাশি সিপিআইএম এর দাদাগিরিও মানবো না। এ দিনের আলোচনা সভা থেকে সিদ্ধান্ত গৃহীত হয় যে কংগ্রেসকে শক্তিশালী করার জন্য জেলার সমস্ত বুথ স্তরে প্রার্থী দেওয়ার চেষ্টা করা হবে, যেন লড়াইটা জারি থাকে। এজন্য জাতীয় কংগ্রেসের রাজ্য সভাপতি ও পঞ্চায়েত নির্বাচন কমিটি চেয়ারম্যান নেপাল মাহাতোকে অনুরোধ করা হবে। আলোচনার সিদ্ধান্ত মোতাবেক বিভিন্ন স্তরের কর্মীদেরকে নিজ নিজ এলাকা অনুযায়ী প্রার্থীর তালিকা দেওয়ার জন্য আবেদন করা হয় মিটিং থেকে। এদিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের জেলা কার্যকরী সভাপতি মৃণাল কান্তি বসু, জেলা সাধারণ সম্পাদক রথীন সেন, সত্যব্রত ভট্টাচার্য, অসংগঠিত কংগ্রেসের জেলা সভাপতি বিবেকানন্দ সাউ, ছাত্র পরিষদের জেলা সভাপতি মেঘনাথ সাহা প্রমুখ নেতৃত্ব।