সেখ রিয়াজুদ্দিনঃ
আগামী ৮ জুলাই অনুষ্ঠিত হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। তার আগেই জেলা জুড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশের উদ্যোগে সমস্ত থানা এলাকা জুড়ে চলছে নাকা চেকিং, বেআইনী আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রামে গ্রামে তথা বুথস্তর ভিত্তিক টহলদারি। সর্বোপরি জনসাধারণের মধ্যে ভয়ভীতি দূরীকরণে পুলিশের জনসংযোগ বৃদ্ধি কর্মসূচি।অশান্তি এড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের কর্মসূচী। সেই রূপ ভোটের প্রাক্কালে অশান্তি এড়াতে জোরকদমে চলছে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে নাকা চেকিং। অনুরূপ গতকাল শনিবার রাত্রি বারোটা নাগাদ ঝাড়খণ্ড সীমান্তবর্তী কাঁকরতলা থানা পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং চালানোর সময় ঝাড়খণ্ড রাজ্য থেকে বীরভূমের পথে ঢোকার সময় এক সন্দেহজনক ব্যাক্তিকে আটক করে। তল্লাশি করতেই উদ্ধার হয় এক রাউন্ড কার্তুজ সহ একটি ওয়ান শার্টার পাইপ গান। পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যাক্তির নাম সেখ আজমল, বাড়ী স্থানীয় থানার কাঁকড়তলা গ্রামে।ধৃতকে রবিবার দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তাকে ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বলে জানা যায়।