সেখ রিয়াজুদ্দিনঃ
‘রক্ত দিতে মিথ্যে ভয়-রক্ত দিলে আবার হয়”- হ্যাঁ, রক্ত দিতে ভয়ভীতি তথা সচেতনতার অভাব। কিন্তু একটা মুমুর্ষ রোগীর জীবন বাঁচাতে পারে সেটি রক্তদান। তাই রক্তদান মহৎ দান। আর সেই কাজে এগিয়ে আসে প্রত্যন্ত একটি গ্রামের উৎসাহী যুবগোষ্টী। তাদের উদ্দেশ্য উৎসবের মরশুমে জেলার ব্লাড ব্যাঙ্ক গুলিকে সচল রাখা। সেই সাথে পবিত্র নবী দিবস উপলক্ষে এই ধরনের উদ্যোগ। জানা যায়, কেন্দ্রগড়িয়ার ডিহিপাড়া নজরুল স্মৃতি সংঘ ফুটবল দলের উদ্যোগ ও আয়োজনে এবং পান্ডবেশ্বর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম ট্রাষ্টের সহযোগিতায় অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। সিউড়ী সুপার স্পেশালিটি হসপিটালের টেকনিশিয়ানগন এদিন রক্ত সংগ্রহের দায়িত্বে ছিলেন। এদিন রক্তদান শিবিরে ৬০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল স্মৃতি সংঘের সদস্য সেখ সুরজ, সেখ তাজু, সেখ সমিরুল, সেখ মধু, সেখ নাজিম, সেখ রাজন, বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল হক কাদেরী, কাঞ্চন দে, প্রসূন দাস,পান্ডবেশ্বর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম ট্রাষ্টের সভাপতি লাল্টু সামন্ত প্রমুখ।