“স্বপ্নপুরী বৃদ্ধাশ্রমে” আর্থিক সাহায্য ও স্বাস্থ্য পরিসেবার দায়িত্ব নিল “দুবরাজপুর মণিমহেশ হসপিটাল”

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের দুবরাজপুর পুরসভার দাসপাড়া ও ডাকবাংলা পাড়া দুর্গোৎসব কমিটির দুর্গোৎসবে এবার থিম ছিল “বৃদ্ধাশ্রম”। আর এই পুজো কমিটির মঞ্চ থেকে গত ২৫ অক্টোবর একাদশীর দিন জেলার “স্বপ্নপুরী বৃদ্ধাশ্রমের” কর্ণধার ছবিলা খাতুনকে তারা স্মারক দিয়ে সম্মাননা জ্ঞাপন করে। এই মঞ্চ থেকেই দুবরাজপুরে সম্প্রতি প্রতিষ্ঠিত মণিমহেশ নামে একটি বেসরকারি হসপিটাল কর্তৃপক্ষ বৃদ্ধাশ্রমের কর্ণধার এর হাতে ১৫,০০০ টাকার চেক তুলে দেন। সেই সঙ্গে ওই বৃদ্ধাশ্রমে থাকা আবাসিকদের জন্য বছরভর স্বাস্থ্য পরিষেবা দেওয়ার অঙ্গীকার দেন। প্রতি মাসেই এই হসপিটাল কর্তৃপক্ষ এই বৃদ্ধাশ্রম এর জন্য ১৫,০০০ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার কথাও ঘোষণা করেন এদিন। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন দুবরাজপুর পুরপিতা পীযূষ পাণ্ডে, জেলার সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় সহ হসপিটালের মেডিকেল ডিরেক্টর চিকিৎসক গৌরাঙ্গ ব্যানার্জি প্রমুখ। উল্লেখ্য, স্বপ্নপুরী বৃদ্ধাশ্রম এর কর্ণধার ছবিলা খাতুন পুলিশের চাকরি করতে এসে অসহায় মায়েদের কথা ভেবে বীরভূমের কড়িধ্যা শালবুনি আদিবাসী পাড়ায় এক বছর আগেই এই বৃদ্ধাশ্রম গড়ে তোলেন। বর্তমানে তিনি সিউড়ি সাইবার ক্রাইম থানায় লেডি কনস্টেবল পদে কর্মরত। গত ২০২২ সালের ২ অক্টোবর এই বৃদ্ধাশ্রমের উদ্বোধন করেন বীরভূমের তৎকালীন পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি। এই বৃদ্ধাশ্রমে নিঃখরচায় অসহায় ২০ জন মায়েদের রাখা হয়েছে। ব্যক্তিগত উদ্যোগে এই বৃদ্ধাশ্রম গড়ে উঠলেও আর্থিকভাবে সাহায্যের হাত বাড়ানোর কথা তিনি গত ৩০ সেপ্টেম্বর বর্ষপূর্তি অনুষ্ঠানে জনসমক্ষে জানান। এইভাবে হসপিটাল কর্তৃপক্ষ সাহায্যের হাত বাড়ানোর জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *